জাতীয়

ইন্ডাস্ট্রিয়াল লেকচার সপ্তাহ অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে

প্রথমবারের মতো ইন্ডাস্ট্রিয়াল লেকচার সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটিতে। শিক্ষার্থীদের ব্যবহারিক শিল্পজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করে তুলে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এই বক্তৃতা সপ্তাহের আয়োজন করা হয়।

১৭ মার্চ ভারপ্রাপ্ত উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে লেকচার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা সুবর্ণ বড়ুয়া প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চারটি বিষয়ের ওপর সেশন অনুষ্ঠিত হয় মানবসম্পদ ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং ও অ্যাকাউন্টিং। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কোকাকোলা বাংলাদেশের স্ট্র্যাটেজিক এইচআর বিজনেস পার্টনার বিভাগের প্রধান ইয়াসিন সোহাগ, রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের প্রধান গবেষণা কর্মকর্তা আকরামুল আলম, ম্যাটাডর বলপেন ইন্ডাস্ট্রিজ লি: জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহমেদ আলী হাসান এবং ব্র্যাকের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের সিনিয়র ম্যানেজার গর্ডন টসকানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *