অন্যরকম খবরবিনোদন

কেট উইন্সলেটের সেই কোট নিলামে

কেট উইন্সলেটের সেই কোট নিলামে

টাইটানিক ১৯৯৭ সালের ব্লকবাস্টার চলচ্চিত্রের কেট উইন্সলেটের আইকনিক সেই ওভারকোট নিলামে উঠতে যাচ্ছে। রোজ চরিত্রে সিনেমাটিতে অভিনয় করেছেন কেট। এনজেভিত্তিক নিলামকারী গোল্ডিন কেটের পরিহিত সেই বিখ্যাত কোটটি এবার নিলামে তুলতে যাচ্ছে। জানা যায় আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৩, পোশাকটি নিলামে উঠবে। কোটটির বর্তমান বিড দাঁড়িয়েছে প্রায় ৩৪ হাজার ডলার (গত শুক্রবার রাত পর্যন্ত)।

ডেবোরা লিন স্কট গোলাপি উল দিয়ে তৈরি কালো সূচির কাজসহ ওভারকোটটি ডিজাইন করেছিলেন। ডেবোরা লিন স্কটের নকশার ওপর ভিত্তি করে জে পিটারম্যান কম্পানি তৈরি করেছিল কোটটি। নিউ ইয়র্ক পোস্ট অনুসারে, সেরা পোশাক ডিজাইনের একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল ডেবোরা লিন স্কটকে টাইটানিক চলচ্চিত্রে কাজের জন্য।

নিলাম ঘরের প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন বলেন, ওভারকোটটি এক লাখ ডলারের বেশি লাভ করবে বলে আশা করা হচ্ছে। অনেকেই এটি একটি বিশেষ উপহার হিসেবে দিতে চান প্রিয়জনকে। কোটি ডলারের মাইলস্টোন ফিল্ম ‘টাইটানিক’-এর সাথে এর সংযোগের জন্য কোটের আইকনিক স্ট্যাটাস এটিকে মূল্যবান ও সংগ্রহযোগ্য করে তুলেছে। এটিকে ছয় অঙ্কের দামি কোট হিসেবে বর্ণনা করেছেন গোল্ডিন এবং তারা বিশ্বাস করেন এটি সিনেমার স্মৃতিচারণা ও পপ সংস্কৃতি সংগ্রাহকদের এবং সিনেমাটির অনুরাগীদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে।

একচেটিয়া বিক্রয়ের জন্য পরিচিত নিলাম সংস্থা গোল্ডিন। গোল্ডিন ১০০ নামক এই বিশেষ নিলামে প্রিমিয়াম আইটেম রয়েছে, যা সংগ্রাহক এবং উৎসাহীদের মনোযোগ আকর্ষণ করে। কোটটি সেই সময়ের ফ্যাশনের একটি দুর্লভ বস্তু হিসেবেই নিলামে তোলা হচ্ছে। কেটের ওভারকোটটিও সেই নিলামের অংশ। সংস্থাটি জানিয়েছে, এটি একটি ওভারকোট, তাই সম্ভবত কেউ এটি তাদের স্ত্রীকে দেখানোর জন্য কিনতে পারে এবং তাকে উপহার দিয়ে বলতে পারে যে এটি সেই কোট যেটি কেট উইন্সলেট পরেছিলেন।

ভিটামিন কে’র অভাবে হতে পারে নানা রোগ

বিশ্বজুড়ে কেটের সেই ওভারকোটটির স্মৃতি আজও অমলিন সিনেমা প্রেমীদের মাঝে। কেট উইন্সলেট কোটটি পরিধান করেছিলেন টাইটানিক ডুবে যাওয়ার দৃশ্যে। প্রথম চলচ্চিত্র টাইটানিক, যা বক্স অফিসে প্রথমবারের মতো এক বিলিয়ন আয়ের ল্যান্ডমার্ক অতিক্রম করে। এটি আয় করেছে মোট ১.৮৪ বিলিয়ন। লিওনোর্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেট সিনেমাটির প্রধান দুই চরিত্রে ছিলেন। বিশ্বখ্যাত জাহাজ টাইটানিক এর ডুবে যাওয়ার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল সিনেমাটি। টাইটানিক সিনেমাটি ১৪টি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল ও সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা পোশাক ডিজাইনের জন্যও অস্কার পেয়েছে।
সূত্র:- এন্টারটেইনমেন্ট টুনাইট

4 thoughts on “কেট উইন্সলেটের সেই কোট নিলামে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *