তথ্য ও প্রযুক্তি

স্মার্টফোন ভালো রাখা যেতে পারে রিস্টার্টের মাধ্যমে

স্মার্টফোন ভালো রাখা যেতে পারে রিস্টার্টের মাধ্যমে

স্মার্টফোন সঙ্গে থাকলে মুহূর্তে এখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এক ক্লিকেই অডিও, ভিডিও কল থেকে শুরু করে যে কোনো অজানা বিষয় জেনে নেওয়া যায়।

আবার ফোন ব্যবহারের সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন হ্যাং হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় নতুন ফোনেই এই সমস্যা দেখা দিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ফোন রিস্টার্ট করলে ফোন হ্যাং হবে না।

দীর্ঘদিন স্মার্টফোন ভালো রাখার একটি পদ্ধতি হলো রিস্টার্ট করা। স্মার্টফোন অনেকদিন ভালো রাখা যেতে পারে রিস্টার্টের মাধ্যমে। যদি স্মার্টফোনে হার্ডওয়্যার বা সফটওয়্যারে কোনো সমস্যা না থাকে। তাহলে রিস্টার্ট স্মার্টফোন জন্য ম্যাজিকের মতো কাজ করতে পারে।

ক্রিকেট ইতিহাসের টাইমড আউট এবারই প্রথম

যেমন ল্যাপটপ বা ডেস্কটপ রিস্টার্ট করলে অনেক সময় হ্যাং হওয়ার সমস্যা সমাধান হয়ে যায়। ঠিক স্মার্টফোনের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকমই। স্মার্টফোন রিস্টার্ট করলে তা ডিভাইসের মেমরি পরিষ্কার করে বা কোনো ম্যালফাংশন অ্যাপ থাকলে সেটা বন্ধ করে। আবার মেমরি ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক এবং ব্যাটারি অপটিমাইজেশন ভালো হয়।

তবে সপ্তাহে কতবার ফোন রিস্টার্ট করা উচিৎ? বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত ৩ বার ফোন রিস্টার্ট করা ভালো, এতে ফোন দীর্ঘদিন ভালো থাকবে।

2 thoughts on “স্মার্টফোন ভালো রাখা যেতে পারে রিস্টার্টের মাধ্যমে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *