স্বাস্থ্য ও পুষ্টি

চুলের যত্নে জবা ফুলের উপকারিতা

তিল তেল সঙ্গে জবাফুলের পাপড়ির মিশিয়ে গোসলের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখুন। জবা ফুল ও পাতা সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে চুলে ব্যবহার করলেও উপকার পাবেন। জবা ফুল ও পাতা যেন তাজা থাকে সেদিকেও খেয়াল রাখবেন সব সময়।

চুলের যত্নে জবা ফুলের উপকারিতা

সেই আদি যুগ থেকে চুলের যত্নে জবা ফুলের ব্যবহার। খুশকি, চুল পড়া, পাকা চুলের মতো এমন বহু সমস্যার সমাধান করতে আদি যুগ থেকে অনেকেরই ভরসা জবাফুল। বিশেষজ্ঞরা বলছেন, জবাফুলে থাকা অ্যামিনো অ্যাসি়ড চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে যা প্রাকৃতিক ভাবে চুলের জেল্লা বজায় রাখে।

তাছাড়াও জবা ফুল মাথায় ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে যার ফলে চুলের ফলিকলগুলিও পুষ্টি পায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের জন্য জবা গাছের ফুল ও পাতা দুটোই উপকারী। জবা গাছের ফুল ও পাতা চুল পড়াকে রোধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করা এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে।

জবা ফুল ও পাতা চুলের আর কোন কোন উপকারে লাগে?

খুশকি দূর করতে:-

তিল তেল সঙ্গে জবাফুলের পাপড়ির মিশিয়ে গোসলের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখুন। পরে শ্যাম্পু করে নিন, অচিরেই খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন।

চুলের ঘনত্ব বৃদ্ধিতে:-

জবা ফুলের পাপড়ি বেটে সঙ্গে নারকেল তেলের মিশিয়ে নিন এবং গোসলের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখুন। এই টোটকা চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে ম্যাজিকের মতো কাজ করে।

আরও পড়ুন: চকলেট শেক এর উপকারিতা

রুক্ষ চুলের যত্নে:-

রোদে শুকোনো বেশ কিছু জবাফুলের পাপড়ি ও কাঠবাদামের তেলের কাচের শিশিতে মধ্যে ভরে রেখে ১০/১৫ দিন দুই থেকে ৩ ঘণ্টা করে সূর্যের আলোতে রাখুন। তার পর গোসলের আধ ঘণ্টা আগে মাথায় মেখে শ্যাম্পু করে ধুয়ে নিন রেশমের মতো মোলায়েম হবে রুক্ষ চুল।

চুল ঝরা রুখতে:-

জবা ফুলের পাপড়ি বেটে সঙ্গে অ্যালোভেরা জেলের মিশিয়ে নিয়ে গোসলের ২০ মিনিট আগে এই মিশ্রণ মাথায় মেখে রাখুন, তার পর শ্যাম্পু করে ধুয়ে চুল নিন। চুল ঝরা রুখতে রুখতে এই টোটকা বেশ কার্যকর।

অকালপক্বতা রোধে:-

পরিষ্কার প্যানে অল্প পানি নিয়ে বেশ কয়েকটি জবা ফুলের পাপড়ি দিয়ে ফুটিয়ে নিন, জলের রং লালচে হয়ে আসবে। তারপর পানি ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে সপ্তাহে ২/৩ বার ব্যবহার করুন।

জবা ফুলের হেয়ার প্যাক:-

জবা ফুল নিন  ৮/১০টি ফুলের নিচের সবুজ অংশটি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার মিক্সার বা গ্রাইন্ডার জবা ফুল ও ৪ টেবিল চামচ টক দই মেশান প্রয়োজনে অল্প পানি মেশাতে পারেন। মিহি পেস্ট তৈরি করে একটি বাটিতে ঢেলে ১ টেবিল চামচ মধু মেশান ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। জবা ফুলের এই প্যাক আঙুলের সাহায্যে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান ও শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পুর সাহায্যে চুল ধুয়ে ফেলুন। কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই, এবং প্রাকৃতিক বাতাসে চুল শুকিয়ে নিন। দেখুন চুল কেমন ঝলমল ও উজ্জ্বল দেখাচ্ছে।

জবা পাতার হেয়ার প্যাক:-

কয়েকটি জবা পাতা ভালো করে ধুয়ে বোঁটা ফেলে মিক্সার বা গ্রাইন্ডার মিহি পেস্ট করুন ও চাইলে কয়েকটি জবা ফুলও দিয়ে দিতে পারেন। মিহি পেস্ট তৈরি করার জন্য সামান্য পানি দিন। পাতার মিহি পেস্ট একটি বাটিতে নিন। আগের রাতে ভিজিয়ে রাখা মেথি মিক্সার বা গ্রাইন্ডার মিহি পেস্ট করুন ও দুটি পেস্ট একসঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করুন। আধা ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

আরও পড়ুন: কাঁচা আমলকি খাওয়ার উপকারিতা

জেনে নিন:-

# জবা ফুল ও পাতা সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে চুলে ব্যবহার করলেও উপকার পাবেন।

# চুলে খুশকি থাকলে জবা ফুল ও পাতার হেয়ার প্যাকে লেবুর রস ব্যবহার করতে পারেন।

# জবা ফুল ও পাতার পেস্টে মেথির বদলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।

# জবা ফুল ও পাতা যেন তাজা থাকে সেদিকেও খেয়াল রাখবেন সব সময়।

 

 

তথ্য:- টপটেন রেমেডিস.

3 thoughts on “চুলের যত্নে জবা ফুলের উপকারিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *