তথ্য ও প্রযুক্তি

অপো ফাইন্ড এক্স৬ ফিচার কী কী…

টেক দুনিয়ায় জল্পনা চলছিল অপো ফাইন্ড এক্স ৬ সিরিজটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই। আগামী সপ্তাহেই এই লাইনআপটির ওপর থেকে পর্দা সরানো হবে বলে স্থির করা হয়েছে। এই ফ্ল্যাগশিপ লাইন আপের স্মার্টফোনগুলি সম্পর্কে পৃথকভাবে একাধিক তথ্য অনলাইনে প্রকাশিতও হয়েছে, যা অপো প্রতি অনুরাগী ও স্মার্টফোন প্রেমীদের কৌতূহল অনেকগুণ বৃদ্ধি করছে। তবে এতদিন ফাইন্ড এক্স৬ সিরিজটি কবে বাজারে আত্মপ্রকাশ করবে, সেই প্রশ্নে মুখে কুলুপ এঁটে ছিল ব্র্যান্ড। এবার সকল জল্পনার অবসান করে অপো নতুন ফাইন্ড এক্স সিরিজের স্মার্টফোনগুলির আগমন নিশ্চিত করেছে।

অপো ফাইন্ড এক্স৬ সিরিজটি আগামী ২১ মার্চ লঞ্চ করা হবে। অপো তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) অ্যাকাউন্টের মাধ্যমে ঘোষণা করেছে। ওয়েইবোতে কোম্পানির শেয়ার করা টিজার পোস্টার অনুসারে এই ফ্ল্যাগশিপ লাইন আপের লঞ্চ ইভেন্টটি চীনে স্থানীয় সময় দুপুর ২.০০ টায় অনুষ্ঠিত হবে।
এর পাশাপাশি পোস্টারটি প্রকাশ করেছে যে, অপো ফাইন্ড এক্স৬ সিরিজে মারিসিলিকন এক্স এনপিইউ এবং হ্যাসেলব্লাড ব্র্যান্ডেড ক্যামেরা সেটআপ থাকবে। অপো চীনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেইলার সাইটের মাধ্যমে ফাইন্ড এক্স৬ সিরিজ এর প্রি-রিজার্ভেশন গ্রহণ করা শুরু করেছে। এই মুহূর্তে ডিভাইসগুলির দাম সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
টিপস্টার জানিয়েছেন যে, স্ট্যান্ডার্ড মডেলটি স্টারি স্কাই ব্ল্যাক এবং স্নোয়ি মাউন্টেন গোল্ড এর মতো শেডে পাওয়া যাবে। এটি একক ১২ জিবি র‍্যাম +২৫৬ জিবি স্টোরেজ অপশনে বাজারে আসবে। অপরদিকে, ফাইন্ড এক্স৬ প্রো-কে ক্লাউড ইঙ্ক ব্ল্যাক এবং ফেকুয়ান গ্রীন-এর মতো কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে এবং এটি ১২ জিবি র‍্যাম +২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম +২৫৬ জিবি স্টোরেজ এই দুই কনফিগারেশনে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।
রিপোর্ট অনুযায়ী, ফাইন্ড এক্স৬ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট দ্বারা চালিত হবে এবং অপো ফাইন্ড এক্স৬ প্রো-এ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট টি ব্যবহার করা হতে পারে। উভয় মডেলই ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপের সাথে আসবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *