তথ্য ও প্রযুক্তি

স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালুর পদ্ধতি

স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালুর পদ্ধতি

মূলত ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠায় আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম। গুগল ২০২০ সালে ভূমিকম্পের সময় স্থানীয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করতে আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু করে। প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হলেও বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এ সুবিধা চালু করেছে গুগল। আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম ভূমিকম্পের উৎস, মাত্রা সম্পর্কে জানানোর পাশাপাশি নিরাপদ থাকার পরামর্শও দিয়ে থাকে।

ভূমিকম্পের বিস্তারিত তথ্যও জানা সম্ভব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম কাজে লাগিয়ে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলা স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালুর পদ্ধতি:-

প্রথমে স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশন থেকে আর্থকোয়েক অ্যালার্টস’ নির্বাচন করুন। তারপর পরবর্তী পৃষ্ঠা থেকে আর্থকোয়েক অ্যালার্টস টগলটি চালু করতে নিন। স্ক্রল করে নিচে সি আ ডেমোতে ট্যাপ করে পরীক্ষামূলক সতর্কবার্তা দেখে নেওয়া যাবে। চাইলে ভূমিকম্পের সময় নিরাপদ থাকার পরামর্শও পাওয়া যাবে লার্ন আর্থকোয়েক সেফটি টিপস অপশনে ট্যাপ করে।

লবঙ্গ খেলে যা ঘটবে আপনার শরীরে

উল্লেখ্য, অ্যাক্সিলারোমিটার ভূমিকম্প উৎপন্ন হওয়ায় প্রাথমিক পি’ তরঙ্গ বা ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করতে পারে। ভূমিকম্পের তথ্য সংগ্রহের জন্য গুগল মূলত ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা অ্যাক্সিলারোমিটার সেন্সর সুবিধা ব্যবহার করে থাকে। স্মার্টফোন অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু থাকলে ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত হলেই গুগলের সার্ভারে তথ্য পাঠাতে থাকে। স্মার্টফোন থেকে পাঠানো তথ্য বিশ্লেষণের পর ভূমিকম্পের মাত্রা বুঝে ব্যবহারকারীদের বি অ্যাওয়ার’ ও টেক অ্যাকশন’ নামে সতর্কবার্তা পাঠায় গুগল।

ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ৫ মাত্রার কম হলে বি অ্যাওয়ার বার্তা পাঠানো হয়। এবং ভূমিকম্পের সম্ভাব্য উৎপত্তিস্থলের তথ্য জানানোর পাশাপাশি নিরাপদে থাকারও বিভিন্ন পরামর্শ দেয় গুগল। ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ৫ এর বেশি হলে পাঠানো হয় টেক অ্যাকশন বার্তা। ব্যবহারকারীদের স্মার্টফোনে এ সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বা সতর্কবার্তা বাজবে।

One thought on “স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালুর পদ্ধতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *