জাতীয়

রফিকুল ইসলাম মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত…

ভৈরবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ও পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলাম মহিলা কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার কলেজ মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ। ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জুলহাস হোসেন সৌরভ, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সদস্য জাকির হোসেন কাজল, গভর্নিং বডির সদস্য মাহফুজুর রহমান ও মো. আল আমিন প্রমুখ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে শান্তির পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি। জেলা প্রশাসক তার বক্তব্যে কলেজের ফলাফল, শৃংখলা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন এবং তিনি খুবই উচ্ছসিত হয়েছেন বলে জানান। তিনি বলেন স্মার্ট বাংলাদেশ করার যে সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন তা দ্রুতই বাস্তবায়ন হচ্ছে এ বিষয়ে তিনি স্মার্ট বাংলাদেশের বিভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি বাল্যবিবাহ থেকে মুক্ত থাকতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। কলেজ শিক্ষকদের দৌড় ও যেমন খুশি তেমন সাজ এই দুটি ইভেন্ট শিক্ষক সহ উপস্থিত সকল অতিথিদের আনন্দিত করে। এর আগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কলেজে ক্যাম্পাসে পৌছলে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি কে লাল গালিচা সংবর্ধনা প্রধান করা হয় । এছাড়াও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে কলেজের একটি সু- স্বজ্বিত রোভার স্কাউট দল অভিভাধন জানান। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়ারদের পুরস্কার প্রদান করেন এবং কলেজের একাদশ শ্রেনীর ১৪ জন এতিম শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই সেট তুলে দেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক পারভীন আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *