জাতীয়

কুমিল্লার আওয়ামীলীগ নেত্রী ঢাকায় গ্রেপ্তার

কুমিল্লার আওয়ামীলীগ নেত্রী ঢাকায় গ্রেপ্তার

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নিশাত আহমেদ খানকে প্রতারণা ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ধানমন্ডি থানায় করা প্রতারণার মামলায় নিশাতকে গ্রেপ্তার করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের একজন উপসচিবের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তথ্য গোপন করে ধানমন্ডি এলাকার একটি আবাসিক ফ্ল্যাটের ভুয়া হেবা দলিল ও পরে নামজারি করার অভিযোগে ঐ ফ্ল্যাটের মালিক মামলা করেছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ফ্ল্যাটের মালিক ও কুমিল্লা নগরীর রাজাপাড়া এলাকার বাসিন্দা লন্ডনপ্রবাসী মিনহাজুর রহমান নিশাত আহমেদের বিরুদ্ধে এই মামলা করেছেন। নিশাত আহমেদ ২০২০ সালের ৫ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের (উন্নয়ন ও অধিশাখা) উপসচিব এস এম নজরুল ইসলামের স্বাক্ষর জাল করে প্রবাসী মিনহাজুর রহমানের অনুপস্থিতিতে অন্য ব্যাক্তিকে হাজির করে ভুয়া হেবা দলিলের কাগজপত্র সম্পন্ন করেন এবং তথ্য গোপন করে তিনি নিজের নামে ফ্ল্যাটের নামজারি করে মিনহাজুর রহমানের ভাড়াটেকে বের করে দিয়ে ওই বাসা দখলে নেন।

ফ্ল্যাটের মালিক প্রবাসী মিনহাজুর রহমান দেশে ফিরে ফ্ল্যাটের ভূমিকর দিতে গিয়ে বিষয়টি জানতে পেরে জালিয়াতির বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। এতে তদন্তে স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণার অভিযোগটি প্রমাণিত হয়।

চলতি বছরের ১৮ সেপ্টেম্বর প্রবাসী মিনহাজুর বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নিশাত আহমেদ খানসহ তাঁর ৫ সহযোগীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করেন।

মামলার বাদী মিনহাজুর রহমান বলেন, গত বছরের ১৭ জুলাই, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সাড়ে ত্রিশ শতাংশ জমির ভুয়া হেবা দলিলের মামলায় নিশাত আহমেদ গ্রেফতার হয়ে কারাগারে যান। তার বিরুদ্ধে চুরি, প্রতারণা, কাবিন ও জন্ম নিবন্ধন জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে কুমিল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও নীলফামারী জেলায় বর্তমানে ১১টি মামলা চলমান আছে।

দেবলীনা দত্তর ছবি নিয়ে নেটিজেনরা কটাক্ষ শুরু

কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রীর গ্রেফতারের বিষয়ে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মামলা, চার্জশিট, তদন্ত ও বিচার অনেক গুলি ধাপ রয়েছে। নিশাত আহমেদ খান যদি বিচারে দোষী প্রমাণিত হয় তাহলে দলের গঠনতন্ত্র অনুসারে এ বিষয়ে জেলা কমিটি ব্যবস্থা নেবে।

তবে কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বলেন, নিশাত আহমেদ খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের শেষ নেই। প্রতারণার কারণে নিশাতকে মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে ২০২১ সালে বহিষ্কার করা হয়।

মামলার বাদী মিনহাজুর রহমান আরও অভিযোগ করেন, কসবা উপজেলার এক প্রভাবশালী ব্যক্তি আওয়ামীলীগের নেত্রী নিশাত আহমেদ খানকে হয়ে তদবির করে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছেন। এতে তাঁর পনের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

2 thoughts on “কুমিল্লার আওয়ামীলীগ নেত্রী ঢাকায় গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *