যুদ্ধ শেষ করতে চীনের পরিকল্পনা: পুতিন
যুদ্ধ শেষ করতে চীনের পরিকল্পনা: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, চীনের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে। তবে এ শান্তি পরিকল্পনা নিয়ে তখনই আগানো যাবে যখন পশ্চিমা ও ইউক্রেন এ বিষয়ে প্রস্তুত থাকবে। মঙ্গলবার ২১ মার্চ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মস্কোতে ফের বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেনে যুদ্ধ বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। বিবিসির খবর।
শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা শেষে একটি যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, চীনের শান্তি পরিকল্পনার অনেকগুলো দফা ইউক্রেনের সংঘাত নিষ্পত্তির ভিত্তি হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে এটি তখনই সম্ভব, যখন পশ্চিমারা ও কিয়েভ এর জন্য প্রস্তুত। তবে রাশিয়া এখন পর্যন্ত তাদের এমন প্রস্তুতি দেখতে পায়নি বলেও মন্তব্য করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে গত মাসে ১২ দফার এক পরিকল্পনা দেয় চীন। কিন্তু ইউক্রেন যেকোনো আলোচনার শর্ত হিসেবে রাশিয়াকে তার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করার ওপর জোর দিয়েছে। তবে সেখানে স্পষ্টভাবে রাশিয়াকে ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়নি।
রাশিয়ার সর্বোচ্চ নেতার পাশে দাড়িয়ে জিনপিং বলেছিলেন, চীনের সরকার শান্তি ও সংলাপের পক্ষে। চীন ইতিহাসের সঠিক দিকে আছে। তিনি দাবি করেছেন যে, ইউক্রেন সংঘাতে চীনের একটি নিরপেক্ষ অবস্থানে রয়েছে। বেইজিংকে সম্ভাব্য শান্তি প্রস্তুতকারী হিসেবে কাজ করতে চাচ্ছে। ইউক্রেন ছাড়াও শি জিনপিং ও পুতিন, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য, শক্তি এবং রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।