ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ১৬
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ১৬
বুধবার ভোরে গাজাজুড়ে ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজায় ইসরাইলি বাহিনী এই হামলা চালায়। খবর আলজাজিরার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলা উত্তরে জাবালিয়া, তাল আল-হাওয়া, মধ্য গাজার আল-নুসিরাত শরণার্থী শিবির এবং দক্ষিণে খান ইউনিসের আবাসিক এলাকায় আঘাত হানে। ইসরাইল বাহিনী এছাড়াও গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে। এখানেও বেশ কয়েক জনের হতাহতের খবর পাওয়া গেছে। উত্তর গাজার শুজাইয়াহ, শেখ রাদওয়ানেও বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায়। ঐ দিনই পালটা আক্রমণ শুরু করে ইসরাইল। এরপর থেকে নির্বিচার হামলা চলছে অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা।
সৈয়দ আবুল হোসেনের মৃতুতে মাদারীপুরে শোকের ছায়া
গাজায় ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরাইলের নির্বিচার হামলায় ৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত পনের হাজারের বেশি মানুষ। নিহতের মধ্যে শিশুর সংখ্যাই দুই হাজারের বেশি।
ইসরাইল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের দেশে নিহত মানুষের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন চার হাজারের বেশি। নিহত ব্যক্তিদের মধ্যে সেনা ও পুলিশ সদস্য রয়েছেন ৩৬৩ জন।
Pingback: কাঁচা দুধ খাওয়া কি আদৌ উপকারী - Amader Khabar