অন্যরকম খবর

মশা মানুষের পায়ের পাতায় বেশি কামড়ায় কেন

স্প্যানিশ শব্দ মসকিউটো (Mosquito) অর্থ ছোট মাছি। পৃথিবীতে প্রায় ২ হাজার প্রজাতির মশা আছে। মশারা মানুষের শরীরের অন্যান্য অংশের চেয়ে পায়ের পাতায় বেশি আক্রমণ করে। অথাৎ পায়ের পাতায় মশারা বেশি কামড়ায়।

মশা মানুষের পায়ের পাতায় বেশি কামড়ায় কেন

সংস্কৃত শব্দ মশক থেকে এ শব্দের উৎপত্তি অনেকে মনে করেন। কিন্তু স্প্যানিশ শব্দ মসকিউটো (Mosquito) অর্থ ছোট মাছি। পৃথিবীতে প্রায় ২ হাজার প্রজাতির মশা আছে। প্রজাতি ভেদে মশা জীবনচক্র শেষ করে ১ থেকে ৪ মাসের মধ্যে এবং প্রতিটি স্ত্রী মশা একবারে প্রায় ২০০টি ডিম পাড়ে।

জীবনধারণ বা বংশবিস্তারের জন্য মশাদের (বিশেষ করে স্ত্রী মশাদের জন্য) মানুষসহ স্তন্যপায়ী প্রাণীর রক্ত প্রয়োজন। যার কারণে পুরুষ মশাদের চেয়ে স্ত্রী মশাদের হুল বিশেষভাবে তৈরি, যা দিয়ে তারা মানুষ বা অন্য প্রাণীর দেহ থেকে রক্ত সংগ্রহ করে। স্ত্রী মশারা রক্ত সংগ্রহের জন্য দলে দলে আক্রমণ করে স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকল মানুষকে। তবে গবেষণায় দেখা গেছে, মশারা মানুষের শরীরের অন্যান্য অংশের চেয়ে পায়ের পাতায় বেশি আক্রমণ করে। অথাৎ পায়ের পাতায় মশারা বেশি কামড়ায়।

আরও পড়ুন: অনুপ্রবেশকারীদের দিকে কুকুর কেন ঘেউ ঘেউ করে

স্বাভাবিকভাবে শরীরের অন্যান্য অংশের চেয়ে পায়ের পাতা উন্মুক্ত থাকে বেশি, তাই মশা ওখানে বেশি বসে। তবে পেছনে আছে আরেকটি কারণ যা একধরনের জীবাণু। আসলে মানুষের পায়ের পাতায় বাস করে ‘ভে. বি. ব্যাকটেরিয়া এপিটার মাইসিস’ নামে একধরনের জীবাণু। এদের বিপাকীয় ক্রিয়ায় একরকম গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ মানুষ টের পায় না, মশারা ঠিকই টের পায়। বিশেষ এই গন্ধ মশারা বেশ পছন্দ করে, কারণে তারা পায়ের পাতার দিকে আকৃষ্ট হয় বেশি।

One thought on “মশা মানুষের পায়ের পাতায় বেশি কামড়ায় কেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *