অফিস-ব্যাংক প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচি
রোজার প্রথম দিন থেকে এ সময়সূচি কার্যকর হওয়ার কথা থাকলেও প্রথম তিন দিন ছুটি থাকায় আজ সোমবার ২৭ মার্চ, থেকে তা কার্যকর হবে। পবিত্র মাহে রমজান মাসের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গুলোর জন্য আলাদা আলাদা অফিস সময় সূচী করেছে সরকার।
মন্ত্রিসভার বৈঠকে রমজান মাসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত, এবং জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১ টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে রমজানের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকিং লেনদেন চলবে সকাল সাড়ে ৯ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
এদিকে গত বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় গুলোতে চলবে ক্লাস। পবিত্র রমজান মাসে ১৫ (পনের) রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।