জার্মানিকে হারাল বেলজিয়াম ৬৯ বছর পর
১৯৫৪ সালের পর কোনো আন্তর্জাতিক ম্যাচে জার্মানিকে হারাল বেলজিয়াম। গত কাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানিকে ৩–২ গোলে হারিয়েছে বেলজিয়াম। বিশ্বকাপে জার্মানি–বেলজিয়াম দুটি দেশই বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকে। দুই দলের পারফরম্যান্সই ছিল যাচ্ছেতাই। দুটি দলই বিশ্বকাপের ব্যর্থতাকে কাটিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছে। এই জায়গায় বেলজিয়াম জার্মানির চেয়ে কিছুটা এগিয়ে আছে বলেই মনে হচ্ছে। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানির এই হার তাদের ওপর চাপ আরও বাড়াবে।
প্রথমার্ধে বেলজিয়াম তো দাঁড়াতেই দেয়নি জার্মানিকে। ম্যাচের শুরু থেকেই বেলজিয়ামের আধিপত্য ছিল বেশ। বেলজিয়াম ম্যাচের ৬ মিনিটে পাঁচ পাসের দুর্দান্ত এক গোলে ১–০ গোলে এগিয়ে যায় । নিজের অর্ধ থেকে তৈরি হওয়া এই আক্রমণ সফল পরিণতি পায় ইয়ানিক কারাসকোর মাধ্যমে। ৯ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনার পাস থেকে গোল করেন রোমেলু লুকাকু। জার্মানিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়েই বেলজিয়াম আবারও এগিয়ে যায়। জার্মানির বিপক্ষে ২০ মিনিটে আরও একটি গোল পেতে পতেন, কিন্তু তাঁর হেড বারে লেগে বল ফিরে আসে।
শনিবারই জার্মানি প্রথম আন্তর্জাতিক ম্যাচ পেরুর বিপক্ষে ২–০ গোলে জিতেছে। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে টানা দ্বিতীয় বারের মতো বিদায় নেওয়ার পর গত কাল জার্মানরা ম্যাচে ফেরার চেষ্টায় প্রথম সফল হয় ৪৪ মিনিটে। নিকলাস ফুলক্রুগ প্রাপ্ত পেনাল্টি কাজে লাগান তারা। এটি ষষ্ঠ আন্তর্জাতিক ম্যাচে তাঁর ৬ নম্বর গোলও।
দ্বিতীয়ার্ধে আক্রমণে পাল্টা আক্রমণ, খেলা জমে উঠলে জার্মানির জালে তৃতীয় গোল করে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা ৭৮ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে জার্মান রক্ষণকে বোকা বানিয়ে বেলজিয়াম এগিয়ে যায় ৩–১ গোলে। ৮৮ মিনিটে সার্জ নাব্রির গোলে স্কোর লাইন ৩–২ নিয়ে আসে জার্মানি।
জার্মান কোচ হানসি ফ্লিক স্বাভাবিকভাবেই এই বিরক্ত, বেলজিয়ামকে এ ম্যাচে আমরা চাপেই ফেলতে পারিনি। আমরা খুব একটা সক্রিয় ফুটবলও খেলতে পারিনি। বেলজিয়াম এ ব্যাপারটিকেই ব্যবহার করে জয় তুলে নিয়েছে বেলজিয়াম।
গত শুক্রবার হ্যাটট্রিক করেছিলেন লুকাকু ইউরো ২০২৪ বাছাইপর্বে সুইডেনের বিপক্ষে।
Good
Thank U