খেলাধুলা

মোহামেডানের গোল উৎসব ও সোলেমানের হ্যাটট্রিক

মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লিগে ফিরতি লেগের প্রথম ম্যাচেই গোলউৎসব করেছে। ৬-১ ব্যবধানে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ মুক্তিযোদ্ধা সংসদকে উড়িয়ে দিয়েছে। সোলেমান দিয়াবাতে হ্যাটট্রিক করে ম্যাচে আলো ছড়িয়েছেন। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাদা-কালোরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে মুক্তিযোদ্ধা।

ম্যাচের ৮ মিনিটে সাদা-কালোদের রক্ষণে হানা দিয়ে গোল আদায় করে নেয় মুক্তিযোদ্ধা। কর্নারে বক্সের ভেতর থেকে সতীর্থের ফ্লিকের পর হেডে লক্ষ্যভেদ করেন আতিকুজ্জামান। পিছিয়ে পড়া মোহামেডান ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। ২২ মিনিটে আক্রমণ করে সমতায় ফিরে তারা। সুলেমানে দিয়াবাতে সতীর্থের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে টোকায় লক্ষ্যভেদ করেন। ৩৬ মিনিটে বক্সের ঠিক উপর থেকে জোরালো শটেমালির এই ফরোয়ার্ড মোহামেডানকে এগিয়েও নেন।

৪২ মিনিটে আচমকা এক গোল পেয়ে যায় মোহামেডান। এই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় মুক্তিযোদ্ধা সংসদ। প্রায় ৪০ গজ দূর থেকে আচমকা শট নেন মুজাফফর। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কিছু বুঝে ওঠার আগেই বল তার সামনে ড্রপ খেয়ে লুটোপুটি খায় জালে।

বিরতি থেকে ফিরেই হ্যাটট্রিক পূরণ করেন দিয়াবাতে। এটি লিগে তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে এএফসি উত্তরাকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে প্রথমটি করেছিলেন তিনি। লিগে তাঁর গোল এখন ৯ টি। বসুন্ধরা কিংসের দোরিয়েলতন গোমেজ ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের স্টুয়ার্ট কর্নেলিয়াসের গোলও ৯ টি। ৬৯ মিনিটে পঞ্চম গোলটি করেন এমানুয়েল সানডে এবং ৮৪ মিনিটে বদলি নামা সাজ্জাদ হোসেন মুক্তিযোদ্ধার জালে বল পাঠান গোল ব্যবধান ৬-১।

4 thoughts on “মোহামেডানের গোল উৎসব ও সোলেমানের হ্যাটট্রিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *