স্ক্রিনশট নেয়া যাবে উইন্ডোজ ১১ তে
মাইক্রোসফট উইন্ডোজ ১১ আরো হালনাগাদ করতে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিটি উইন্ডোজ ১১ প্রিন্ট স্ক্রিন কী-তে পরিবর্তন আনার জন্য কাজ করছে। আপডেট সম্পন্ন হলেই কীবোর্ডর একটি নির্দিষ্ট বাটনে চাপ দিলেই স্ক্রিনশট নেয়া হয়ে যাবে।
কীবোর্ড এ প্রিন্ট স্ক্রিন কী থাকলে সহজেই স্ক্রিনশট নেয়া যায় এবং তা ক্লিপবোর্ডে সেভ হয়ে যায়। এই সুবিধাটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে মাইক্রোসফট। উেইন্ডোজ ১১ এবং ১০ এ স্ক্রিনশট নেয়ার অনেক পদ্ধতি রয়েছে। উইন্ডোজ ১১ ইনসাইডার প্রিভিও বিল্ড ২৩৪১৯ বর্তমানে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রিন্ট স্ক্রিন কীতে ক্লিক করার পর স্নিপিং টুল ওপেন হয়। মাইক্রোসফট জানিয়েছে আগেই সেটিংস পরিবর্তন করে থাকলে কিছুই করতে হবে না।নতুন করে সেটিংস> অ্যাকসেসাবিলিটি> কীবোর্ড এ অপশনটি পরিবর্তন করে নেয়া যায়।
নতুন পদ্ধতিতে স্ক্রিনশট নেয়ার নিয়ম উইন্ডোজের নতুন ব্যবহারকারীরা সহজেই বোঝতে পারবেন বলে আশা করা হচ্ছে। বলা হচ্ছে প্রিন্ট স্ক্রিন চাপ দেয়ার পর যেহেতু এটি কাজ করার দৃশ্যমান কোন আভাস থাকবে না তাই যারা উইন্ডোজ ১১ এর পুরনো ব্যবহারকারী তাদের জন্য ব্যাপারটা বিরক্তিকর হতে পারে। তবে উইন্ডোজ ১১ তে স্ক্রিনশট নেয়ার আরো অনেক পদ্ধতির কোন পরিবর্তন হবে না।