খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে পেছনে ফেলে জায়গা বাংলাদেশ দল নিশ্চিত করেছে । টিম বাংলাদেশ আজ হতাশার অভিযান শেষে দেশে ফিরে সুখবর পেয়েছে। বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে নেদারল্যান্ডসের হারের পর বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির টিকিট নিশ্চিত হয়েছে।

৮ দলের চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করতে বিশ্বকাপ পয়েন্ট তালিকায় সেরা ৭ দলের মধ্যে থাকার দরকার ছিল। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান সেরা সাতে থাকলে সুযোগ ছিল অষ্টম দলের জন্যও। ভারতের কাছে নেদারল্যান্ডসের হারে অষ্টম দল হয়েই টুর্নামেন্ট শেষ করেছে টিম বাংলাদেশ।

বিশ্বকাপে খেলা ১০ দলের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস ৩ দলই দুটি করে জয়ে ৪ পয়েন্ট করে তুলতে পেরেছে। রান রেটে বাংলাদেশই বাকি দুটি দলের চেয়ে এগিয়ে। বাংলাদেশ শ্রীলঙ্কার রান রেট টপকে যায় শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ও আজ নেদারল্যান্ডস জিতলে ৬ পয়েন্ট নিয়ে টপকে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশকে। বেঙ্গালুরুতে রোহিত শর্মাদের বিপক্ষে ডাচরা হেরে গেছে ১৬০ রানের বড় ব্যবধানে।

ক্রিকেট ইতিহাসের টাইমড আউট এবারই প্রথম

যে কারণে নেদারল্যান্ডসের নেট রান রেট দাঁড়িয়েছে (–১.৮২৫)। আগেই সব ম্যাচ খেলে ফেলা শ্রীলঙ্কার রান রেট ১.১৪৯ ও বাংলাদেশের রান রেট ১.০৮৭। ১৯৭৫ সালের বিশ্বকাপ থেকে শুরু করে প্রতিটি আইসিসি টুর্নামেন্টে খেলা শ্রীলঙ্কা এই বারই প্রথম ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে পারছে না।

আয়োজক পাকিস্তানসহ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করা দলগুলো হলো- ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ।

One thought on “চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *