ইলিশ ধরা শুরু আজ থেকে
ইলিশ ধরা শুরু আজ থেকে
ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল ২ মাসব্যাপী অভিযান শেষ হচ্ছে আজ রোববার। চাঁদপুরের নিবন্ধিত প্রায় ৪৫ হাজার জেলে আজ রাত ১২ টার পর থেকে ইলিশ ধরতে নদীতে নামবেন। জাল-নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন হাজারও জেলে।
শনিবার বিকেলে ঘুরে ঘুরে সদর উপজেলার সাখুয়া বহরিয়া এলাকা এমন দৃশ্য দেখা গেছে। চাঁদপুরের নিবন্ধিত একাধিক জেলে জানান, তারা মার্চ-এপ্রিল ২ মাস সরকারের নিষেধাজ্ঞা মেনে চলেছেন, এসময় তারা নদীতে মাছ ধরতে নামেননি। তারা সরকারের দেওয়া চাল পেয়েছেন। বিগত বছরের তুলনায় এবার সরকারের অভিযান অনেকটাই সফল বলে দাবি করেন তারা।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা বলেন, জেলা ও উপজেলা টাক্সফোর্স দল এবার ব্যাপক অভিযান চালিয়েছে। আমরা এ বছর অনেকটাই সফল হয়েছি। গত ২ মাসে ২৮ এপ্রিল পর্যন্ত অভিযান পরিচালনা করেছি ৭৭৪টি, অভিযানে ৩৭১ জন জেলেকে আটক করে জেলে দেওয়া হয়। জব্দ করা হয় ৩৯ হাজার ১২৪ কেজি জাটকা ও বিপুল পরিমাণ জাল।
পানির জন্য হাহাকার দক্ষিণ-পশ্চিমে
চাঁদপুর নৌ-অঞ্চলের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, তারা চাঁদপুর নৌ-অঞ্চলে ২ মাসের পৃথক অভিযানে ৯৯ জনকে আটক করেন। এসময়ে জব্দ করা হয় ২৪৬ টি নৌকা, ১৯ হাজার ১৮ কেজি জাটকা। এ ছাড়াও ২০ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৭০৪ মিটার জাল জব্দ করা হয়। ৯ লাখ ৫৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক মো: আবুল বাশার বলেন, গবেষণা কেন্দ্র থেকে পৃথক পৃথক নদীতে একাধিকবার জাটকার উপর গবেষণা পরিচালনা করা হয়। অন্যান্য বছরের তুলনায় নদীতে এবার অনেক বেশি জাটকা দেখা গেছে। এসব জাটকা শেষ পর্যন্ত রক্ষা করা গেলে বিগত বছরের তুলনায় এবার ইলিশ উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যের চেয়ে বাড়বে বলে আশা করছি।
Gggg
Thanks