মাফিয়া ডন বনাম জ্যাকি শ্রফ
মাফিয়া ডন বনাম জ্যাকি শ্রফ
একজন প্রভাবশালী অভিনেতা জ্যাকি শ্রফ ভারতের হিন্দি সিনেমার জগৎ বলিউডে। তার জীবন গলি থেকে রাজপথ উপমার আদর্শ উদাহরণ। মুম্বাইয়ের মালাবার হিলসে তার জীবন শুরু। এটি অভিজাত এলাকা হলেও জ্যাকি সেখানে একটি ঘিঞ্জি বস্তিপ্রায় বাড়িতেই থাকতেন।
এই অভিনেতার শৈশব অভাবের সঙ্গে যুদ্ধ করে কেটেছে। স্থানীয়দের কাছে জ্যাকি ‘দাদা’ বলে পরিচিত ছিলেন। পাড়ার বিভিন্ন ঝামেলায় তিনি হামেশাই জড়িয়ে পড়তেন। বলিউডেও তিনি ‘জগ্গু দাদা’ বলে পরিচিত। এখানে তাকে সমাদর করে পরিচালক-প্রযোজক-অভিনয়শিল্পীসহ সবাই।
জ্যাকি শ্রফকে সমাদর করে চলতেন অন্ধকার দুনিয়ার বাদশা দাউদ ইব্রাহিমও। একবার নাকি দুজনের মুখোমুখি মোলাকাতে পিছু হটেছিলেন দাউদই। যে সময় বলিউডের উপরে অন্ধকার দুনিয়ার গভীর প্রভাব। আন্ডারওয়ার্ল্ডের অঙ্গুলিহেলনে বলিউডের পাতা নড়ত।
এরকম পরিস্থিতিতে জ্যাকি শ্রফ ১ টি সিনেমায় অভিনয় করেছিলেন, আসরানি নামে একজন যেটির পরিচালক ছিলেন। কিন্তু সে ছবির শেষ পর্যায়ের শুটিংয়ের জন্য জ্যাকি কিছুতেই সময় বের করতে পারছিলেন না। তার অন্য ছবির জন্য ডেট দেয়া হয়ে গিয়েছিল। ফলে আটকে যাচ্ছিল আসরানি ছবির মুক্তি ও প্রযোজকদের আর্থিক ক্ষতি হচ্ছিল। তাদের সঙ্গে বেশ কয়েক বার কথা হয় জ্যাকির। কিন্তু অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, তিনি জানিয়ে কিছুতেই সময় দিতে পারবেন না সেই মুহূর্তে।
উপায়ন্তর না দেখে দুই প্রযোজক ও পরিচালক আসরানি নাকি দাউদ ইব্রাহিমের দ্বারস্থ হয়েছিলেন। বলেন, নায়কের জন্য তাদের ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছে। তাকে যেন একটু হুমকি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। অভিনেতার নাম জানতে চান, দাউদ যখন শোনেন অভিনেতার নাম জ্যাকি শ্রফ, তিনি পিছিয়ে যান। দাউদ নাকি দুই প্রযোজককে বলেন, ‘জগ্গু দাদা’কে তিনি চেনেন বিগত বহু বছর ধরে। তিনি কোনো ভাবেই জ্যাকিকে হুমকি দিতে পারবেন না। ফলে প্রযোজকরা যত টাকাই দেন না কেন, সেই কাজের প্রস্তাব ফিরিয়ে দেন দাউদ ইব্রাহিম।
ক্যাটরিনার ভরসা এবার জুনিয়র
এমন পরিস্থিতি বুঝে হাল ছেড়ে দেন দুই প্রযোজকও। তারা সব ছেড়ে দেন জ্যাকির উপরেই। বুঝতে পারেন, জ্যাকি নিজের ইচ্ছায় যত দিন না শুটিং করবেন, তত দিন ছবির কাজ শেষ হবে না। খোদ দাউদ ইব্রাহিম যাকে ঘাঁটাতে চান না, তাকে ঘাঁটিয়ে লাভ নেই। বুঝে গিয়েছিল ইন্ডাস্টি, ফলে জ্যাকি বরাবর কাজ করে গেছেন দাপটের সঙ্গে।
জ্যাকি শেষ পর্যন্ত অবশ্য ছবির শুটিংয়ের জন্য ডেট দিয়েছিলেন। হাজার হোক তিনি একজন অভিনেতা। ১৭ সেপ্টেম্বর ১৯৯২ সালে, মুক্তি পেয়েছিল জ্যাকি ও দিব্যা ভারতী অভিনীত ‘দিল হি তো হ্যায়’। বক্স অফিসে সুপারহিট হয়েছিল সে ছবি।
Pingback: বাঘের আনাগোনা বেড়েছে সুন্দরবনে বাংলাদেশ অংশে - Amader Khabar