জাতীয়

র‌্যাব সদস্য ও পুলিশের স্ত্রীর আপত্তিকর অবস্থায় ধরা

র‌্যাব সদস্য ও পুলিশের স্ত্রীর আপত্তিকর অবস্থায় ধরা

ফরিদপুরের বোয়ালমারীতে এলাকাবাসী পুলিশ সদস্যের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক র‌্যাব সদস্যকে আটক করেছে। পরে ২ জনকে থানায় সোপর্দ করা হলে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে ঐ র‌্যাব সদস্য নিজের পরিচয়পত্র দেখাতে পারেনি। গত শনিবার ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আটক র‌্যাব সদস্যের নাম ইব্রাহিম আলী। ইব্রাহিম বগুড়ার শিবগঞ্জ উপজেলা রানিহাটি গ্রামের বাসিন্দা। বোয়ালমারী পৌরসভার এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে বেড়াতে আসতেন ইব্রাহিম আলী। অবসরপ্রাপ্ত ঐ পুলিশ সদস্যের মেয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে (র‌্যাব সদস্য) ইব্রাহিমের।

এলাকাবাসী জানায়, ঐ নারীর তিনবার বিয়ে হয়েছে। গত বছর দেড়েক আগে এক পুলিশ সদস্যের সঙ্গে সর্বশেষ তার বিয়ে হয়, এ পুলিশ সদস্যের তিনি দ্বিতীয় স্ত্রী। ৩ সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকেন তিনি, স্বামী (পুলিশ সদস্য) ছুটি পেলে তাদের বাড়িতে আসতেন।

সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজুদ্দিন

একইভাবে ইব্রাহিম আলী ও প্রায় ঐ বাড়িতে এসে ৩/৪ দিন অবস্থান করতেন। এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। গত শনিবার ইব্রাহিম এ বাড়িতে আসলে স্থানীয় লোকজন নারীর স্বামীকে (পুলিশ সদস্য) খবর দেয়। তিনি শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ইব্রাহিমের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেন। এলাকাবাসীর সহায়তায় ইব্রাহিম ও তার স্ত্রীকে আটক করে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে থানা-পুলিশে সোপর্দ করেন।

বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা বলেন, ঐ র‌্যাব সদস্য প্রায়ই ওই বাড়িতে আসতেন বলে শুনেছি। শনিবার ওই বাড়িতে আসলে স্থানীয় জনগণ (র‌্যাব সদস্য) ইব্রাহিম এবং ওই নারীকে আটক করে আমার কাছে নিয়ে আসে। তারা তাদের মধ্যেকার সম্পর্কের ব্যাপারে কোনো সদুত্তর দিতে না পারায় আমি থানায় খবর দিই। থানার পুলিশ তাদের কে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই নারী এক পুলিশ সদস্যের দুই বা তিন নম্বর স্ত্রী। তার অবৈধ সম্পর্ক আছে র‌্যাব সদস্যের সঙ্গে। কোন পরিচয়পত্র দেখাতে পারেননি ওই র‌্যাব সদস্য। তাদের আপত্তিকর অবস্থায় পেয়ে আটক করেছে স্থানীয়রা। সাধারণ মানুষের মধ্যে বিরক্তি ও লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টির জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *