জাতীয়

ভারতের উপহার সীমান্তে পৌঁছাবে আজ

ভারতের উপহার সীমান্তে পৌঁছাবে আজ

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বাংলাদেশকে দেওয়া উপহার ভারতীয় রেলের ব্রডগেজ লাইনের ডাব্লু ডি এমথ্রিডি মডেলের ২০টি ইঞ্জিন চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে আন্তর্জাতিক স্টেশনে পৌঁছাবে আজ মঙ্গলবার।

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উপহার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। আজ বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে উপহার গ্রহণ করতে দর্শনা সীমান্তের আন্তর্জাতিক স্টেশন ইমিগ্রেশন ভবনে অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

ইলিশা ২৯ তম গ্যাসক্ষেত্র

দর্শনা আন্তর্জাতিক স্টেশনের সুপারিনটেনডেন্ট মির্জা কামরুল হক জানান, উপহার হিসেবে পাঠানো ভারতীয় ২০টি রেলের ডিজেল চালিত ইঞ্জিন আজ গ্রহণ করা হবে। এই উপলক্ষ্যে সকাল থেকে দর্শনা আন্তর্জাতিক স্টেশন সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

উপহার গ্রহণ করতে দর্শনা সীমান্তের আন্তর্জাতিক স্টেশন ইমিগ্রেশন আরও উপস্থিত থাকবেন রেলওয়ে পশ্চিমজোনের জিএম অসীম কুমার তালুকদারসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *