আন্তর্জাতিক

দ্বিতীয় দিনেও সংঘর্ষ রুশ সীমান্তে

দ্বিতীয় দিনেও সংঘর্ষ রুশ সীমান্তে

দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও সীমান্তের বেলগোরোদ অঞ্চলে অনুপ্রবেশকারীদের সঙ্গে লড়াই করছে রুশ সেনা ও নিরাপত্তা বাহিনী।

মস্কো অভিযোগ করেছে, নাশকতাকারীরা ইউক্রেনীয় সেনাবাহিনীর সীমান্তে অনুপ্রবেশ করে হামলা চালাচ্ছে। কিন্তু কিয়েভ বলছে, এই হামলা পরিচালনা করছে ক্রেমলিনবিরোধী রুশদের গোষ্ঠীরা । ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে গত সোমবার হামলা হয়েছে। রাশিয়া অনুপ্রবেশকারীদের ইউক্রেনীয় বলে দাবি করেছে। ওই দিনই তাদের সঙ্গে রুশ সেনা ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।

স্থানীয় রুশ গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, গ্রেইভরোন অঞ্চলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অব্যাহত রেখেছে। হামলায় ১২ বেসামরিক আহত হয়েছেন। রাতে গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার সময় ১ বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার সরিয়ে নেওয়া স্থানীয়দের গ্রামে ফিরে না আসার আহ্বান জানিয়েছেন গভর্নর। নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সন্ত্রাসবাদবিরোধী অভিযান শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি আমরা। তিনি বলেছেন, এলাকা নিরাপদ হলে আমরা তাৎক্ষণিকভাবে জানানো হবে।

ফাঁসি কার্যকর ইরানে

এর আগেও ইউক্রেনীয় নাশকতাকারীরা রুশ সীমান্তে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে মস্কো। তবে এবারের হামলা ও রাশিয়ার পালটা অভিযান প্রথমবারের মতো দ্বিতীয় দিনে গড়াল।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনুপ্রবেশের পাশাপাশি রুশ গভর্নর অভিযোগ করেছেন সোমবার রাতে গ্রেইভরোনসহ বিভিন্ন গ্রামে ড্রোন হামলা হয়েছে। এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও আগুনের সূত্রপাত হয়েছে। বেলগোরোদে রুশ ভিন্নমতালম্বীদের সঙ্গে সম্ভবত সংঘর্ষে জড়িয়ে পড়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার ভোরে আরও ২ টি ড্রোন ভপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন।

দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি চেরনিয়াক বলেছেন, হামলাকারীরা রাশিয়ার ২ টি সশস্ত্র গোষ্ঠী ফ্রিডম অব রাশিয়া লিজিওন’ ও রাশিয়ান ভলান্টিয়ার কর্পস’। বেলগোরোদ অঞ্চলটি ব্রায়ানস্কের পাশে অবস্থিত। এসব অঞ্চলে চলমান যুদ্ধে মাঝে মধ্যেই হামলা ও বিস্ফোরণ ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *