খেলাধুলা

ব্রাজিল দলে চার নতুন মুখ

ব্রাজিল দলে চার নতুন মুখ

অনুমিতভাবে নেইমারকে বাইরে রেখে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করল ব্রাজিল। এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি পিএসজ এই ফরোয়ার্ড। রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের স্কোয়াডে নতুন মুখ চারটি।

ভারপ্রাপ্ত কোচ র্যামন মেনেজেসের রোববারের রাতে ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পাননি বেশ কয়েকজন পরিচিত খেলোয়াড়। তাদের মধ্যে আছেন রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস ও অ্যান্তোনি। এবারের স্কোয়াডে গত বছর কাতার বিশ্বকাপে যাওয়া ২৬ ফুটবলারের ১৪ জনই আছেন। ব্রাজিল দলে প্রথমবারের মতো ডাক পাওয়াদের মধ্যে ডিফেন্ডার রয়েছেন ৩ জন। তারা হলেন ফ্লুমিনেসের নিনো, ফ্ল্যামেঙ্গোর আয়ারতন লুকাস ও মোনাকোর ভ্যান্দারসন। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার জোয়েলিনতন।

দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা আগামী জুনে। ১৭ তারিখে স্পেনের বার্সেলোনায় তাদের প্রতিপক্ষ গিনি। এরপর ২০ তারিখে পর্তুগালের লিসবনে সেনেগালকে মোকাবিলা করবে তারা।

সূচি ঘোষণা করেছে আইসিসি

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক:- এদারসন, অ্যালিসন বেকার, ওয়েভারতন।

ডিফেন্ডার:- মারকুইনহোস, নিনো, রজার ইবানেজ, এদার মিলিতাও, দানিলো, ভ্যান্দারসন, অ্যালেক্স তেলেস, আয়ারতন লুকাস।

মিডফিল্ডার:- আন্দ্রে, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, জোয়েলিনতন।

ফরোয়ার্ড:- ম্যালকম, পেদ্রো, লুকাস পাকেতা, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস জুনিয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *