শুভ জন্মদিন কিংবদন্তি
শুভ জন্মদিন কিংবদন্তি
বিশ্বকাপের পর এমন গুঞ্জন শোনা গিয়েছিল যে সম্পর্কটা খুব একটা উষ্ণ নয় লিওনেল মেসির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের। এরপর মেসি পিএসজি ছাড়লেন, নাম লেখালেন ইন্টার মায়ামিতে। দুজনের সম্পর্ক নিয়ে আর নতুন কিছু শোনা যায়নি মেসি পিএসজি ছাড়ার পর।
পিএসজি ছাড়া মেসির নিশ্চিত হওয়ার পর প্যারিসের দলটিকে চিঠি দিয়ে এমবাপ্পেও জানিয়ে দেন, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পিএসজি থাকতে চান না। এরপর খবর শোনা গেল, মেসি নাকি যাওয়ার আগে এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে যাও পরামর্শ দিয়ে গেছেন। রিয়ালে যাওয়ার সম্ভাবনা নিয়েই এমবাপ্পের কথা হচ্ছে চারদিকে। সেটা বলা মুশকিল, মেসির পরামর্শের কারণেই দ্রুত এমবাপ্পে রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কি না।কিন্তু একটা বিষয় এখন স্পষ্ট যে ২ জনের সঙ্গে সম্পর্কটা মোটেই শীতল নয়।
মেসির আজ ছিল ৩৬তম জন্মদিন। আজ আরেক বার বোঝা গেল পিএসজির সাবেক সতীর্থকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুল করেননি এমবাপ্পে। মেসিকে শুভেচ্ছা জানাতে গিয়ে যে ছবিটি ইনস্টাগ্রামে এমবাপ্পে দিয়েছেন, সেটিও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল মেসির আর্জেন্টিনা ও এমবাপ্পের ফ্রান্স, হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি এমবাপ্পে। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরেছে ফ্রান্স।
বিধি নিষেধ আরোপ মেট্রোরেল কর্তৃপক্ষের
সেই ম্যাচেরই মেসির হাত ধরে রাখা একটি ছবি দিয়ে এমবাপ্পে লিখেছেন, শুভ জন্মদিন কিংবদন্তি। আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে সম্ভাব্য সেরা একটি দিন কাটুক। এমবাপ্পে এরপর মেসিকে ধন্যবাদও জানিয়েছেন, প্যারিসে একসঙ্গে কাটানো ২ বছরের জন্য ধন্যবাদ। একজন খেলোয়াড় সতীর্থ প্রতিপক্ষ ও মানুষ হিসেবে আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। মেসির ইন্টার মায়মিতে যাওয়া নিয়ে এমবাপ্পে এরপর লিখেছেন আপনার নতুন অভিযান শুভ হোক।
Pingback: গোলে সহায়তায় এগিয়ে কারা - Amader Khabar