ইন্টার মায়ামি আলোচনায় ইনিয়েস্তাও
ইন্টার মায়ামি আলোচনায় ইনিয়েস্তাও
বার্সেলোনার আমেরিকান সংস্করণ হতে চলেছে ইন্টার মায়ামি। প্রথমে লিওনেল মেসি এরপর সের্হিও বুসকেতস। ইন্টার মায়ামি এই ২ জনকে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে। মেসি, বুসকেতস প্রথমবার মাঠে নামার আগে বার্সেলোনার আরেক সতীর্থকে দলে পেয়ে গেছেন।
ইন্টার মায়ামি জানিয়েছে, স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবাকে তাদের করিয়েছে নিয়েছেন। একের পর এক বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের যোগদানে ইন্টার মায়ামি ‘আমেরিকান বার্সা’য় পরিণত হতে চলেছে বলে মন্তব্য করছেন নেটিজেনরা। এখানেই শেষ হচ্ছে না, ৩৯ বছর বয়সী আন্দ্রেস ইনিয়েস্তা ও মায়ামিতে যোগ দিতে পারেন বলে দলবদল বাজারে আলোচনা আছে। অফসাইডার নামের সংবাদমাধ্যমের সূত্রে স্পেনের এএস জানিয়েছে, বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার ইনিয়েস্তা ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন। এরই মধ্যে নাকি ২ পক্ষ চুক্তির বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।
তবে এএস জানিয়েছে, ইনিয়েস্তা-মায়ামির বিষয়টি এখনো বেশি দূর গড়ায়নি। ৩৯ বছর বয়সী ইনিয়েস্তা কিছুদিন আগে জাপানের ভিসেল কোবে ছেড়েছেন। আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। কয়েকটি সূত্র এএসকে জানিয়েছে, ইনিয়েস্তাই নাকি মায়ামিকে প্রস্তাব দিয়েছিলেন। তবে এমএলএসের দলটি এখনো প্রস্তাবে রাজি বা প্রত্যাখ্যানের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। গত বৃহস্পতিবার মায়ামি ৩৪ বছর বয়সী আলবাকে চুক্তিবদ্ধ করার খবর দিয়েছে। ১১ মৌসুম বার্সেলোনায় কাটানো এই লেফট ব্যাক সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন ৬০৫টি। রক্ষণের খেলোয়াড় হলেও আক্রমণ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর, ৩৭ গোল ও ১০৭ অ্যাসিস্ট যার প্রমাণ।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ
ইন্টার মায়ামির বিবৃতিতে ক্লাব পরিচালক ক্রিস হেন্ডারসন বলেন, ১ দশকের বেশি সময় ধরে নিজেকে তিনি ফুটবলের সেরা ফুল-ব্যাকদের ১ জন হিসেবে প্রমাণ করেছেন, বিশেষত রক্ষণে দৃঢ়তা ও আক্রমণে অবদান রাখার সক্ষমতায়। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, ইনিয়েস্তার মায়ামিতে যাওয়াটা টুর্নামেন্টের একটি নিয়মের কারণে জটিল হয়ে উঠতে পারে। এমএলএসে প্রতিটি দলে বেতনসীমা অতিক্রম করার সুযোগ আছে তিনজন খেলোয়াড়ের জন্য।
মায়ামিতে এরই মধ্যে তিনজনের কোটা পূর্ণ হয়ে গেছে, যথাক্রমে মেসি, বুসকেতস ও জোসেফ মার্তিনেজের মাধ্যমে। ইনিয়েস্তাকে দলভুক্ত করতে হলে সেটা তাঁর মানের একজনের জন্য কমই হবে। মায়ামির সমর্থকেরা এখন মেসির বর্ণাঢ্য অভিষেকের অপেক্ষায় আছেন। আগামীকাল বাংলাদেশ সময় ভোরে লিগস কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মায়ামি। এ ম্যাচে খেলতে পারেন মেসি।