ফলের ভেতরে পোকা ঢোকে কিভাবে
ফলের ভেতরে পোকা ঢোকে কিভাবে
সুন্দর একটা পেয়ারা কোনো খুঁত নেই। কিন্তু কামড় দেওয়ার পরই দেখলেন বিশ্রী অবস্থা। সাদা সাদা পোকা গিজগিজ করছে ভেতরে। প্রশ্ন হলো, নিখুঁত একটা পেয়ারার ভেতর পোকা ঢুকল কী করে?
তবে এসব পোকা কিন্তু পূর্ণাঙ্গ কোনো পোকা নয়। বোলতাজাতীয় পোকার জীবনের প্রাথমিক অবস্থা এসব পোকা। এসব পোকার জীবনে মূলত ৪ টি ধাপ থাকে। ডিম, লার্ভা বা শূককীট, পিউপা বা মূককীট এবং সব শেষে পূর্ণাঙ্গ পোকা।
পেয়ারা বা নরম অনেক ফলের ভেতর যে সকল পোকা থাকে, এগুলোর বেশির ভাগই এক ধরনের বোলতার শূককীট। বোলতাদের পেছন দিকে মৌমাছির মতো হুল থাকে। শত্রুদের বিরুদ্ধেই এ হুল শুধু ব্যবহার করে না এরা। পেয়ারা বা এ-জাতীয় নরম ফল পাকার কিছুদিনের মধ্যে বোলতারা এর ভেতর ডিম পাড়ে।
শিশুশ্রম অবৈধ, ভুল এবং অনৈতিক মাহিরা খান
ভেতরে ঢুকে তো ডিম আর পাড়তে পারে না, তখন তারা হুলের সাহায্য নেয়। হুল দিয়ে ফলের গায়ে সূক্ষ্ম গভীর ছিদ্র করে পরে ডিম পাড়ে সেই গর্তের মুখে। এবং হুলের সাহায্যে ঠেলে সেই ডিম ঢুকিয়ে দেয় ফলের ভেতরে। যখন ফল পাকা শুরু করে, তত দিনে ডিম ফুটে শূককীট বের হয়।
পোকাগুলো ফলের নরম শাঁস খেয়েই বেড়ে ওঠে কিলবিলে ও করে থাকে। অবশ্য ফলের গায়ের সেই সূক্ষ্ম ছিদ্রগুলোও তত দিনে মিলিয়ে যায়।
অর্থাৎ ফলের ভেতর বোলতার ছানারা একই সঙ্গে শত্রুর নাগাল থেকেও নিরাপদ আবার খাবারের জোগান পেয়ে যায়। এই কারণেই চাষিরা প্লাস্টিকের প্যাকেট দিয়ে ফল মুড়িয়ে রাখেন। এই প্লাস্টিকের প্যাকেট ভেদ করে ফলের ভেতর বোলতার হুল ঢুকতে পারে না।
Pingback: ধানুশ-ঐশ্বরিয়া ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা - Amader Khabar
Pingback: ত্বকের উজ্জ্বলতা ফেরাতে অ্যালোভেরা - Amader Khabar