সিকিম ভ্রমণ করা যাবে আকাশপথে
সিকিম ভ্রমণ করা যাবে আকাশপথে
সিকিমের পাকিয়ং বিমানবন্দর ও পশ্চিমবঙ্গের দমদম বিমানবন্দররে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর। প্রতিদিনই এই আকাশপথে যাতায়াত করা যাবে সিকিমের। খবর হিন্দুস্তান টাইমস।
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিকিমের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরটি আবারও চালু হয়েছে। পাকিয়ং বিমানবন্দরের পরিচালক জানান, এই বিমানবন্দর থেকে ১৪ মার্চ বিমান চলাচল শুরু হয়েছিল। জুন পর্যন্ত সেই পরিষেবা অব্যাহত ছিল। এরপর ১৫ জুন খারাপ আবহাওয়ার জন্য পাকিয়ংয়ের ফ্লাইট বাগডোগরায় ঘুরিয়ে দেওয়া হয়। এরপর বেশ কিছু দিন ধরে বিমান চলাচল বন্ধ ছিল।
ট্যুরিজম বোর্ডের আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল
তিনি আরও জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দিল্লি-পাকিয়ং ফ্লাইট সোম ও শুক্রবার ছাড়া সপ্তাহে ৫ দিন চলবে এবং কলকাতা-পাকিয়ং ফ্লাইট চলবে সপ্তাহে সাত দিনই।
Pingback: মেসির গোলে আর্জেন্টিনার জয় - Amader Khabar