বিচিত্র লেখার ভিজিটিং কার্ড বানালেন যুবক
বিচিত্র লেখার ভিজিটিং কার্ড বানালেন যুবক
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে খুন করার জন্য ভিজিটিং কার্ড ছাপালেন এক যুবক। কার্ডে নিজের ছবি ও ফোন নম্বরও দেন সেই যুবক। খুন করার এ প্রচার চালাতে গিয়ে ধরাও পড়েছেন তিনি। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের ধর্মতলা গ্রাম থেকে গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মোরসেলিম মোল্লা ওরফে বুলেট। তিনি ভিজিটিং কার্ডে নিজেকে ‘বুলেট’ বলে পরিচয় দিয়েছেন। খবরে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
মানুষ হাফা মার্ডার ও ফুল মার্ডার করা হয় ভিজিটিং কার্ডে লিখেন বুলেট। কার্ডে মোবাইল ফোন নম্বরও পাশাপাশি নিজের ছবি দিয়েছেন বুলেট। বেশ কিছুদিন ধরেই মোরসেলিম মোল্লা ওরফে বুলেট এলাকায় তার ভিজিটিং কার্ডের প্রচার চলছিল।
ঝাল লাগলে স্বস্তি পেতে যা খাবেন
ভিজিটিং কার্ডের কথা জানতে পর ক্যানিং থানার বিশেষ তদন্তকারী দল ধর্মতলা গ্রামে বুলেটের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। একটি বন্দুক ও দুটি গুলিও তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ সত্যতা পুলিশের কাছে স্বীকার করেছেন বুলেট। বুলেটকে আলীপুর আদালতে তোলা হয়েছিল গতকাল মঙ্গলবার। আদালত তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
গত বছর আগস্ট মাসেও বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বুলেট। বছর খানেক আগেও ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সদস্যসহ তিনজনের খুনের ঘটনায়ও ক্যানিং থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ার জামিন পেয়ে যান মোরসেলিম মোল্লা ওরফে বুলেট। স্থানীয় বাসিন্দাদের দাবি জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই এলাকার মানুষকে মাঝেমধ্যেই বুলেট ভয় দেখাতেন।
Pingback: আটকা মার্কিন বিজ্ঞানী চলছে উদ্ধার অভিযান - Amader Khabar