আন্তর্জাতিক

বুরভেস্টনিকের চূড়ান্ত সফল পরীক্ষা দাবি পুতিনের

বুরভেস্টনিকের চূড়ান্ত সফল পরীক্ষা দাবি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক শক্তি সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত সফল পরীক্ষা’ চালানোর দাবি করেছেন। এর আগে অনেকবার বুরভেস্টনিক’ নামের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হওয়ার খবর এসেছিল। এই বার শেষমেশ এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করলেন পুতিন। খবর বিবিসির।

যদিও নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টকে বুরভেস্টনিক’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রত্যাখ্যান করেছিলেন। তবে প্রত্যাখ্যান করার কিছুক্ষণের মধ্যেই দাবি করলেন ভ্লাদিমির পুতিন।

এই পরীক্ষামূলক অস্ত্রের কথা ঘোষণা করা হয়েছিল, ২০১৮ সালে প্রথম যেটি তার সীমাহীন পাল্লা বা মাত্রার জন্য বিশেষভাবে প্রশংসিত অর্থাৎ এর মাত্রা নির্দিষ্ট করা নয়। সরকারিভাবে এর সক্ষমতা সম্পর্কে কমই জানা যায়। তবে এর আগে এর পরীক্ষাগুলো ব্যর্থ হয়েছে বলে খবর বেরিয়েছিল।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি বা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এখন পর্যন্ত কোন বক্তব্যও আসেনি।

উপগ্রহ থেকে তোলা কিছু ছবি ছড়িয়ে পড়েছিল গত মাসে, যেখানে ইঙ্গিত পাওয়া যায় যে সোভিয়েত যুগে পরমাণু পরীক্ষা চালানো হতো এমন একটি প্রত্যন্ত দ্বীপ এলাকায় নতুন করে কিছু স্থাপনা নির্মাণ করছে রাশিয়া। ঐ ছবি গুলোতে দেখা যায় যে বারেন্টস সাগরের উত্তরাঞ্চলে নোভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে কিছু নির্মাণ কাজ চলছে।

কুমিল্লার আওয়ামীলীগ নেত্রী ঢাকায় গ্রেপ্তার

অত্যাধুনিক কৌশলগত অস্ত্রের কাজ শেষ করে এনেছি আমরা। যেটা সম্পর্কে আমি আগেই বলেছি এবং বেশ কয়েক বছর আগে ঘোষণা দিয়েছিলাম, পুতিন সোচির কৃষ্ণ সাগর রিসোর্টে এক সভায় বলছিলেন। সভাটি সরাসরি সম্প্রচার করা হয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বৈশ্বিক মাত্রার পারমাণবিক শক্তিধর ক্রুজ ক্ষেপণাস্ত্র-বুরভেস্টনিকের চূড়ান্ত সফল পরীক্ষা চালানো হয়েছে। বুরভেস্টনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা যায় তা হলো, এটা শুধু পরমাণু অস্ত্র বহনে সক্ষম নয়, এটি নিজেই বরং পারমাণবিক শক্তিধর যা সামুদ্রিক পাখির মতো খুব নীচ দিয়ে উড়তে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *