জাতীয়

পঞ্চগড়ে আহত ৩০, কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে পুলিশ-মুসুল্লি সংঘর্ষ…

পঞ্চগড়ে আহত ৩০, কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে পুলিশ-মুসুল্লি সংঘর্ষ…

শুক্রবার ৩ মার্চ পঞ্চগড় পৌর এলাকায়, জুম`আ নামাজ শেষে একটি কাদিয়ানী সালানা জলসা বন্ধের দাবিতে, পুলিশের সঙ্গে একদল মুসুল্লির সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ ঘটনার খবর সংগ্রহ করার সময় কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। পাথর নিক্ষেপকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেলও ছুঁড়েছে। জুমার নামাজ শেষে পৌর এলাকার কয়েকটি মসজিদ থেকে মুসল্লিরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর তারা পঞ্চগড় মূল শহরে গিয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে চৌরঙ্গী মোড়ে পুলিশ মিছিলে বাধা দিলে, মিছিলকারীরা নগরীর সিনেমা হল রোড এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতির একপর্যায়ে পিছু হটতে হয় পুলিশকে।

xr:d:DAFYj5wwcLQ:104,j:110533998,t:23030317

মিছিলকারীরা আহমেদনগরে অবস্থিত কাদিয়ানিদের প্রায় ২০টি বাড়িতে লুট করে। এমন সহিংসতার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পঞ্চগড় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজিবি এবং অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যোগ দেয়।

উল্লেখ্য জলসা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে দলগুলোর মধ্যে উত্তেজনা চলছে। আহমদিয়া নামে পরিচিত কাদিয়ানিদের অমুসলিম হিসাবে বিবেচনা আহমদিয়া মতের অনুসারীদের কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা দাবি করে আসছে। বাংলাদেশের কিছু ইসলামী গোষ্ঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *