বিনোদন

শিশুশ্রম অবৈধ, ভুল এবং অনৈতিক মাহিরা খান

শিশুশ্রম অবৈধ, ভুল এবং অনৈতিক মাহিরা খান

প্রকাশ্যে পাকিস্তানের জনপ্রিয় তারকা মাহিরা খান তার দেশের শিশুশ্রমের বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যাপক প্রশংসাবাণে ভাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি শিশুশ্রমকে অবৈধ, ভুল এবং অনৈতিক’ অভিহিত করে সেটি পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়। মাহিরা এই উদ্যোগের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের লাখ লাখ ভক্ত তারও।

ইসলামাবাদে গৃহকর্মী হিসেবে কাজ করা রিজওয়ানা নামের এক কিশোরীকে সম্প্রতি নির্মম নির্যাতনের ঘটনা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। ঐ কিশোরীকে নির্যাতন করে নিন্দিত হয়েছেন একজন সিভিল জজের স্ত্রী। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে প্রতিবাদের ঝড় ওঠার পর জজের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়।

হাড়ের জোর বাড়িয়ে তুলতে

এই প্রেক্ষাপটে পাকিস্তানের জনপ্রিয় তারকা মাহিরা খান সবার প্রতি ভিডিও বার্তায় আহ্বান জানান, যতই ক্ষমতাধর মানুষ হোক না কেন, আর কেউ যেন শিশুদের দিয়ে কায়িক শ্রম করাতে সাহস না পান। তারকা মাহিরা খান আরও বলেন, গণমাধ্যমে প্রায়ই দেখা যায়, বেশিরভাগ শিশু নির্যাতিত হয় ক্ষমতাধরদের বাড়িঘরে গৃহকর্মী হিসাবে কাজ করার সময়। আমরা সচেতন ও সোচ্চার হলে এটা বন্ধ হবে বলে তিনি মন্তব্য করেন।

5 thoughts on “শিশুশ্রম অবৈধ, ভুল এবং অনৈতিক মাহিরা খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *