লিপ ইয়ার কাকে বলে
২০২৪ সাল একটি লিপ ইয়ার, এ বছর ফেব্রুয়ারি মাস হবে ২৯ দিনের তাই ২০২৪ সাল হবে ৩৬৬ দিনের। ২০৯৬ সালের ৮ বছর পর ২১০৪ সাল হবে লিপ ইয়ার, মাঝখানে ২১০০ সাল বাদ যাবে। গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে প্রতি ৪০০ বছরে ৩ টি লিপ ইয়ারকে বাদ দিয়ে অতিরিক্ত সময়টিকে এভাবেই সামঞ্জস্য করা হয়।
লিপ ইয়ার কাকে বলে
গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে দিন রয়েছে তিন শত পঁয়ষট্টি টি। কিন্তু সূর্যকে ১ বার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন পাঁচ ঘণ্টা ৪৮ মিনিট ৪৫ সেকেন্ড। সৌর বছরের এই অতিরিক্ত সময়টিকে সামঞ্জস্য করার জন্য প্রতি ৪ বছর পর পর গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে একটি করে দিন যোগ করতে হয়। তাই চার বছর পরপর ফেব্রুয়ারি মাস ২৯ দিনের হয়। যাকে বলা হয়, লিপ ইয়ার বা বাংলায় বলে, অধিবর্ষ।
২০২৪ সাল একটি লিপ ইয়ার, এ বছর ফেব্রুয়ারি মাস হবে ২৯ দিনের।
তাই ২০২৪ সাল হবে ৩৬৬ দিনের। এ বছর [২০২৪ সাল] আমরা একটি অতিরিক্ত দিন পাচ্ছি। এই অতিরিক্ত দিনটিকে লিপ ডে বলা হয়।
তাই সাধারণভাবে বলা যায় যেসব বছরকে ৪ দিয়ে ভাগ করা যায় সেগুলো হবে লিপ ইয়ার।
২০২৪ সাল ৪ দিয়ে বিভাজ্য তাই এটি একটি লিপ ইয়ার। এ ক্ষেত্রে ব্যতিক্রম হয় শতাব্দীর বছরগুলোতে এসে।
এর কারণ হলো, সাধারণভাবে ৪ বছর পরপর অতিরিক্ত একটি দিন যোগ করা হলে, এতে সময় সামান্য কিছুটা বেশি হয়ে যায়। কারণ সৌরবছরের অতিরিক্ত সময়, পাঁচ ঘণ্টা ৪৮ মিনিট ৪৫ সেকেন্ড, ৬ ঘণ্টা নয়।
আরও পড়ুন: বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কি
তাই ৪ বছর পরপর একটি দিন বা ২৪ ঘণ্টা যোগ করা হলে, গড়ে প্রতিবছর ছয় ঘণ্টা করে যোগ করা হচ্ছে। সে জন্য শতাব্দীর বছরগুলোতে এসে এই অতিরিক্ত সময়টিকে আবার নতুন করে সামঞ্জস্য করে নিতে হয়।
আমরা জানি সাধারণত, যেসব বছর ৪ দিয়ে বিভাজ্য সেগুলোকে লিপ ইয়ার হিসেবে ধরা হয়। আবার শতাব্দীর বছরগুলো যেমন ধরুন, ১৭০০, ১৮০০, ১৯০০ যদিও ৪ দিয়ে বিভাজ্য, কিন্তু এগুলো লিপ ইয়ার ছিল না। শতাব্দীর বছরগুলোর ক্ষেত্রে নিয়ম হলো, ৪০০ দিয়ে বিভাজ্য হলেই সেগুলোকে লিপ ইয়ার হিসেবে ধরা হবে, তা না হলে সেগুলো লিপ ইয়ার নয়।
সেই হিসাবে ২০০০ সাল ছিল লিপ ইয়ার। কেননা ২০০০-কে ৪০০ দিয়ে ভাগ করা যায়। আবার ২১০০ সাল লিপ ইয়ার হবে না কারণ ২১০০-কে ৪০০ দিয়ে ভাগ করা যায় না।
তাই ২০৯৬ সালের ৮ বছর পর ২১০৪ সাল হবে লিপ ইয়ার, মাঝখানে ২১০০ সাল বাদ যাবে। তাই ২১০০, ২২০০, ২৩০০ এই তিনটি শতাব্দীর বছর কোনোটাই লিপ ইয়ার হবে না। আবার ২৪০০ সাল হবে লিপ ইয়ার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে প্রতি ৪০০ বছরে ৩ টি লিপ ইয়ারকে বাদ দিয়ে অতিরিক্ত সময়টিকে এভাবেই সামঞ্জস্য করা হয়।
সূত্র:-ব্রিটানিকা.
Good NEWS
Pingback: মৌমাছি সম্পর্কে অজানা তথ্য - amaderkhabar
100 💯 💶
Thank U.