আন্তর্জাতিক

ভারতীয় রাজ্য হিসেবে অরুণাচলকে স্বীকৃতি যুক্তরাষ্ট্রের

অরুণাচল ইস্যুতে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের মধ্যে যুদ্ধও হয়েছে কয়েকবার। গত মঙ্গলবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি অযৌক্তিক। এ প্রদেশ সবসময়ই ভারতের ছিল এবং থাকবে। উল্লেখ্য যে, ষাটের দশক থেকেই চীন অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।

ভারতীয় রাজ্য হিসেবে অরুণাচলকে স্বীকৃতি যুক্তরাষ্ট্রের

ভারতের রাজ্য হিসাবে আরুণাচলকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক দশক ধরে ভারত ও চীনের দ্বন্দ্বের মধেই এ স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। গত কয়েক দশক ধরে ভারত ও চীনের দ্বন্দ্বের মধেই প্রদেশটি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

এক সংবাদ সম্মেলনে গত বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশের সীমান্ত পেরিয়ে এই অঞ্চলে অন্য কোনো রাষ্ট্রের সব ধরনের অনধিকার প্রবেশের বিরোধিতা করছে। রয়টার্স।

আরও পড়ুন: ষষ্ঠ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ে

চীন বেশ কয়েক বছর থেকে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে। তবে বিরোধিতা করে আসছে ভারত। হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিমাংশের এক পাশে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত এবং অন্য পাশে অরুণাচল রাজ্য অবস্থিত। বরাবরই চীনের এ দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। গত মঙ্গলবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি অযৌক্তিক। এ প্রদেশ সবসময়ই ভারতের ছিল এবং থাকবে। উল্লেখ্য যে, ষাটের দশক থেকেই চীন অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।

অরুণাচল ইস্যুতে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের মধ্যে যুদ্ধও হয়েছে কয়েকবার। যার প্রথম টি হয়েছে ১৯৬২ সালে ও সর্বশেষ যুদ্ধ হয়েছে ২০২০ সালে। ২০ জন ভারতীয় ও ৪ জন চীনা সেনা নিহত হয়েছিল সর্বশেষ যুদ্ধে। এরপর থেকে আর যুদ্ধে না জড়ালেও অরুণাচল-তিব্বত সীমান্ত এলাকায় দুই দেশই বিপুলসংখ্যক সেনা মোতায়েন করেছে।

One thought on “ভারতীয় রাজ্য হিসেবে অরুণাচলকে স্বীকৃতি যুক্তরাষ্ট্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *