সমাবেশ ঘিরে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
সমাবেশ ঘিরে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
রাজধানীতে আগামী ২৮ অক্টোবর সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি-আওয়ামীলীগসহ দেশের রাজনৈতিক দলগুলো। সমাবেশকে ঘিরে আতঙ্কে রাজধানীবাসী। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস, ২৮ অক্টোবরকে ঘিরে চলাচলের স্বার্থে নিজ নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বৃহস্পতিবার এ সতর্কতা বার্তা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র তাদের বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৮ অক্টোবর, ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে। মার্কিন নাগরিকদের সতর্কতা গ্রহণ বা মনে রাখা উচিত, শান্তিপূর্ণ হওয়ার উদ্দেশ্যে বিক্ষোভগুলোতে সংঘর্ষ হতে পারে। বিক্ষোভ এড়াতে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে।
কারাগারে নরসিংদী জেলা বিএনপির দুই নেতা
ঢাকায় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া বার্তায় ২৮ অক্টোবর, বাংলাদেশের রাজনৈতিক সমাবেশের কর্মসূচির কথা উল্লেখ করা হয়। এক্ষেত্রে বাংলাদেশে বসবাস ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
আগামী ২৮ অক্টোবর, রাজধানীতে পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি। অপরদিকে মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত। সমাবেশ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
Pingback: ভৈরবে রেল দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা - Amader Khabar
Pingback: আরেকটু ভালো করা উচিত ছিল তটিনী - Amader Khabar