জাতীয়

কারাগারে নরসিংদী জেলা বিএনপির দুই নেতা

কারাগারে নরসিংদী জেলা বিএনপির দুই নেতা

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক জননেতা খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছে নরসিংদী আদালত।

ঢাকার খিলগাঁও ছোট ভাইয়ের বাসা থেকে বৃহস্পতিবার রাত আড়াইটায় খায়রুল কবির খোকনকে গ্রেফতার করে ডিবি পুলিশ নরসিংদী। এরপর নরসিংদী আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

অপরদিকে গত ২৩ অক্টোবার, সোমবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকার উত্তরা ১৮ নম্বর সেক্টর থেকে জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের তত্ত্বাবধানে আদালতে তোলা হলে গত মঙ্গলবার আদালত তারও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগেই শীর্ষ ২ নেতা নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচিব আলহাজ্ব মঞ্জুর এলাহীকে কারাগারে পাঠানো হয়। জেলা গোয়েন্দা পুলিশ জানায় জনমনে ভয়ভীতি, আতঙ্ক সৃষ্টি করা ও রাষ্ট্রকে অস্থিতিশীল করে বর্তমান সরকার বিরোধী কার্যকলাপ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গরম পানি খাওয়া কেন এত উপকারী

গত রোববার ২২ অক্টোবর, সদর উপজেলার চিনিশপুর এলাকা থেকে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও আবু ফারুককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৮ টি ককটেল, ১ টি সাদা প্লাস্টিকের ব্যাগ, ১৭ টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫ টি ছোট বড় কাঠের লাঠি, ৫ টি ইটের টুকরা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার এসআই কামরুজ্জামান সদর মডেল থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ১ টি মামলা করে। ওই মামলায় পাঁচ নম্বর আসামি সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহী। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশর জানান, তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জেলা বিএনপি, ছাত্রদলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

2 thoughts on “কারাগারে নরসিংদী জেলা বিএনপির দুই নেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *