বিনোদন

রাকুল প্রীত সিং কিভাবে অভিনেত্রী হলেন

রাকুল প্রীত সিং কিভাবে অভিনেত্রী হলেন

বলিউডের স্টাইলিশ অভিনেত্রী রাকুল প্রীত সিং। যিনি হালফিলের রঙিন পোশাকে নজর কাড়েন। রঙিন পর্দায়ও আকর্ষণীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। অভিনয় দিয়েও বাজিমাত করেছেন রাকুল প্রীত। সবচেয়েও বেশি আলোচনায় তার দৃষ্টিনন্দন পোশাক-আশাকের জন্য।

অভিভাবকরা ভাবতেন পড়াশোনা শেষ করে অংকের মাস্টার হবেন। অংকে স্নাতক করেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। কিন্তু রাকুল প্রীত সিং তা না করে হয়েছেন অভিনেত্রী। হিন্দি, তেলুগু, তামিল ছবিতে সমানতালে কাজ করছেন।

নয়াদিল্লির শিখ পরিবারে ১৯৯০ সালের ১০ অক্টোবরে রাকুলের জন্ম।

তার নতুন ছবি ‘রানওয়ে ৩৪’-এর ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে নজর কাড়েন তিনি। রানওয়ে ৩৪’ ছবিতে রাকুল প্রীত সিং হাজির হয়েছেন স্টাইলিশ ‘মাল্টিকালার্ড’ পোশাকে।

এখন বেশ কিছু ছবি রয়েছে তার হাতে। অজয় দেবগনেরর সঙ্গে ‘রানওয়ে ৩৪’ ও অ্যাটাক’ ছবি জন আব্রাহামের সঙ্গে ছবি দুটি মুক্তির অপেক্ষায়।

এক সাক্ষাৎকারে রাকুল প্রীত জানিয়েছেন, যে তিনি সবসময়ই অভিনেত্রী হতে চাইতেন। এবং ১৮ বছর বয়সে কলেজে পড়াকালীন তিনি মডেলিং শুরু করেন।

কন্নড় ছবি ‘গিল্লি’ দিয়ে ২০০৯ সালে অভিনয় যাত্রা শুরু। অভিনেত্রী রাকুল প্রীত জানিয়েছিলেন ‘খানিক বেশ পকেট মানি’ পাওয়ার জন্য ছবিটি করতে রাজি হন। সেই সঙ্গে দক্ষিণী ছবির বিস্তার সম্পর্কে তার তখন ধারণা ছিল না বলেও জানান তিনি। ফের তাকে পর্দায় দেখা যায় ২০১১ সালে মালয়লাম ও তেলুগু ছবিতে অভিনয়ে।

‘ইয়ারিয়াঁ’ ছবি দিয়ে হিন্দি ছবিতে ২০১৪ সালে নাম লেখান অভিনেত্রী রাকুল প্রীত সিং। সেই বছরে আরও ৪টি দক্ষিণী ছবি মুক্তি পায় রাকুল প্রীতর।

অভিনেত্রী রাকুল প্রীত সিংকে ‘আইয়ারি, ‘দে দে পেয়ার দে, ‘মরজাভাঁ, ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ইত্যাদির মতো হিন্দি ছবিতে দেখা যায়। ব্যক্তিগত জীবনে অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রাকুল প্রীতর।

3 thoughts on “রাকুল প্রীত সিং কিভাবে অভিনেত্রী হলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *