স্মার্টফোন ফুটস্টেপ বা পদক্ষেপ মাপে কীভাবে
পদক্ষেপ মাপে সাধারণত ২ টি সেন্সর ব্যবহার করে অ্যাকসিলারোমিটার ও জাইরোস্কোপ।
মনে করতে পারেন, স্মার্টফোন জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে কাজটি করে।
আধুনিক স্মার্টফোনগুলো আমাদেরকে একেবারে ভুল তথ্য দেয় না। বরং বেশ নির্ভরযোগ্য গণনাই করতে পারে।
মানুষের পেছনের পকেটে একটি স্মার্টফোন ও একটি মেডিকেল গ্রেডের অ্যাকসিলারোমিটার রাখেন। তাঁরা যন্ত্র দুটি ব্যবহার করেন তিন সপ্তাহ ধরে।
স্মার্টফোন ফুটস্টেপ বা পদক্ষেপ মাপে কীভাবে
মুঠোফোন বাজারে এসেছিল কথা বলার যন্ত্র হিসেবে, ফিচারসমৃদ্ধ এসব ফোন এখন স্মার্টফোন হিসেবে পরিচিত। মুঠোফোন দিয়ে কথা বলার পাশাপাশি করা যায় আরও হরেক রকম কাজ যেমন: ছবি তোলা, গান শোনা, ইন্টারনেট ব্রাউজিং, সরাসরি সম্প্রচার ও স্মার্টফোন এখন স্বাস্থ্য সম্পর্কে নানা তথ্যের রেকর্ডও রাখতে পারে। কতক্ষণ হাঁটলেন, কত পা হাঁটলেন, হিসেব করতে পারে সেটাও। প্রশ্ন হলো কীভাবে?
অনেকেই মনে করতে পারেন, স্মার্টফোন জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে কাজটি করে। আসলে কি তাই? জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে আপনি পৃথিবীর কোথায় আছেন, সেটা নির্ণয় করা যায়। আপনি কতদূর বা কত পা হাঁটছেন, তা জানার জন্য জিপিএসএর প্রয়োজন নেই। এটা পরীক্ষা করার জন্য জিপিএস বন্ধ করে একদিন হেঁটে দেখে নিতে পারেন।
আরও পড়ুন: মোমবাতির দহন বিক্রিয়া
স্মার্টফোন ফুটস্টেপ বা পদক্ষেপ মাপে সাধারণত ২ টি সেন্সর ব্যবহার করে অ্যাকসিলারোমিটার ও জাইরোস্কোপ। আপনি বা আমরা সময়ের সাপেক্ষে কত বেগে এগোচ্ছি, অর্থাৎ ত্বরণ মাপে অ্যাকসিলারোমিটার। আর দিক মাপা হয় জাইরোস্কোপ সেন্সর দিয়ে। ফোন কোনদিকে রাখা আছে বা ঘুরছে, সেটা।
এসব সেন্সরে ধরা পড়ে চলাচলের সময় অতিসামান্য নড়াচড়া বা দিকের পরিবর্তনও। সে অনুযায়ী তৈরি হয় ইলেকট্রিক সিগন্যাল। সেই সিগন্যাল হিসাব করেই স্মার্টফোন বুঝতে পারে, আমরা কত দ্রুত চলছি, আদৌ চলছি কিনা বা চললেও, কীভাবে চলছি। পায়ে হেঁটে না যানবাহনে যাচ্ছি, সেটাও বোঝা যায় এ দুটি সেন্সরের সাহায্যে। এরই মাধ্যমে সহজেই স্মার্টফোন গুনতে পারে পদক্ষেপ। তবে বিশেষজ্ঞদের মতে, পেছনের পকেটে রাখলে ফুটস্টেপ বা পদক্ষেপ গণনা সবচেয়ে ভালো হয়।
কতটা নিখুঁত ফোনের এই ফুটস্টেপ গোনা, জানার জন্য চীনের একদল বিজ্ঞানী একটি গবেষণা করেন। মার্কিন জার্নাল পাবমেড (ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন) এ গবেষণার ফলাফল ২০২২ সালের ১৩ ডিসেম্বর প্রকাশিত হয়।
আরও পড়ুন: মাছ পানির উপর নিচে ওঠানামা করবে কিভাবে
গবেষক দলটি এক শত ৩ জন মানুষের পেছনের পকেটে একটি স্মার্টফোন ও একটি মেডিকেল গ্রেডের অ্যাকসিলারোমিটার রাখেন। তাঁরা যন্ত্র দুটি ব্যবহার করেন তিন সপ্তাহ ধরে। সেখান থেকে গবেষকেরা তথ্য নেন। তাতে দেখা যায়, দৈনিক সাড়ে ৮ হাজার ধাপের মধ্যে মাত্র ৫০০ ধাপ এদিক-ওদিক হয় স্মার্টফোনের অ্যাপে। সহজ করে বললে, স্মার্টফোন ব্যবহারকারীদের দিনে গড় পদক্ষেপের পরিমাণ দেখিয়েছিল ৮ হাজার ৯৭৫ ধাপ, অন্যদিকে মেডিকেল-গ্রেড অ্যাকসিলারোমিটারে’’ পাওয়া যায় গড়ে আট হাজার ৪৬২ ধাপ।
তাহলে বুঝতেই পারছেন, আধুনিক স্মার্টফোনগুলো আমাদেরকে একেবারে ভুল তথ্য দেয় না। বরং বেশ নির্ভরযোগ্য গণনাই করতে পারে।
তথ্য:- সায়েন্স ফোকাস, পাবমেড জার্নাল.
Pingback: চোখের ভ্রু গজানোর উপায় - amaderkhabar
Hi ☺️☺️☺️👋☺️👋
Thanks
Pingback: ইসিম নাকি ফিজিক্যাল সিম কোনটা ভালো - amaderkhabar
Balo Kota