অন্যরকম খবর

বাজ পাখির জন্য উড়োজাহাজের টিকিট

সৌদি আরবের এক প্রিন্স তার সঙ্গে ৮০টি বাজপাখি নিয়ে যান। এক প্রিন্স তাঁর আশি টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন। মালিকেরা শিকার বা ফ্যালকোনারি প্রতিযোগিতায় এদের বাইরে নিয়ে যান। কাতার এয়ারওয়েজ প্রতি যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ৬ টি বাজপাখি নেওয়ার অনুমতি দেয়।

বাজ পাখির জন্য উড়োজাহাজের টিকিট

বিদেশ ভ্রমণে যাওয়ার সময় সৌদি আরবের এক প্রিন্স তার সঙ্গে ৮০টি বাজপাখি নিয়ে যান। কিন্তু সেসব পাখি কোনো খাঁচায় করে যায়নি। এইসব বাজপাখিদের জন্য উড়োজাহাজের একটি করে আসন বরাদ্দ ছিল। প্রিন্স তার পাখিগুলোর জন্য টিকিট কেটেছিলেন, এরা যাতে আরামে ও নিরাপদে যেতে পারে।

২০১৭ সালে সেই উড়োজাহাজ ভ্রমণের ছবি এখন সামাজিক সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি পাখির মাথায় হুড ছিল, যাতে এরা উড়াউড়ি করতে না পারে ও দড়ি দিয়ে বাঁধা ছিল।

রেডিটে লেনসো নামের একজন সামাজিক সংবাদমাধ্যম ব্যবহারকারী ছবি পোস্ট করে লিখেছেন, আমার ক্যাপ্টেন বন্ধু ছবিটি আমাকে পাঠিয়েছে। ছবির ক্যাপশন লেখা, এক প্রিন্স তাঁর আশি টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন।

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ উদযাপন

অনেকে এ ঘটনায় অবাক হতে পারেন। কিন্তু সিএন ট্রাভেলারের খবরে বলা হয়েছে, বাজপাখিদের উড়োজাহাজে করে নেওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন কিছু নয়। আরব উপদ্বীপে হাজারো বছরের পুরোনো ঐতিহ্য বাজপাখির মতো শিকারি পাখিদের খেলা।

এই খেলার বিশেষ হওয়ার আরেকটি কারণ হচ্ছে, এই পাখিদের নিজস্ব পাসপোর্ট থাকে। ফলে তারা মালিকের সঙ্গে দেশের বাইরে যেতে পারে। সাধারণত মালিকেরা শিকার বা ফ্যালকোনারি প্রতিযোগিতায় এদের বাইরে নিয়ে যান।

তবে কাতার এয়ারওয়েজ প্রতি যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ৬ টি বাজপাখি নেওয়ার অনুমতি দেয়। গিজমোদোর খবরে বলা হয়েছে, ইত্তেহাদ এয়ারওয়েজ মূল কেবিনে করে বা চেকড ব্যাগেজ হিসেবেও বাজপাখি নিতে দেয়।

বাজপাখি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পাখি। এ থেকেই বোঝা যায় কেন বেশ কয়েকটি উপসাগরীয় এয়ারলাইনসে এই পাখিদের পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *