বিনোদন

নিজেকে বিচ্ছিন্ন করার ব্যাপারে দুর্দান্ত রাধিকা

রাধিকাকে তাঁর অভিনীত চরিত্র খুব একটা প্রভাবিত করে না। তাঁর অভিনীত চরিত্রগুলো সাধারণ মানুষকে অনেক সময় প্রভাবিত করে। অভিনয় অবশ্যই ফ্রিল্যান্স কাজ, ফ্রিল্যান্স কাজের ক্ষেত্রে প্রত্যাখ্যান প্রতিদিনের জীবনযাপনের অংশ। আর প্রত্যাখ্যানকে গ্রহণ করতে শিখতে হবে।

নিজেকে বিচ্ছিন্ন করার ব্যাপারে দুর্দান্ত রাধিকা

দেশি-বিদেশি নানা প্রকল্প উপচে পড়ছে তাঁর ঝুলিতে, দম ফেলার ফুরসত নেই অভিনেত্রী রাধিকা আপ্তের। তবে মাঝেমধ্যে অভিনয় জীবনের বাইরে অভিনেত্রী রাধিকা আপ্তে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী রাধিকা আপ্তে নিজের অভিনয়জীবন নিয়ে নানা রকম কথা বলেছেন।

অভিনেত্রী রাধিকা আপ্তেকে গভীর ও ব্যতিক্রমী চরিত্রে দেখা যায় বেশি। তাঁর অভিনীত চরিত্রগুলো সাধারণ মানুষকে অনেক সময় প্রভাবিত করে। তবে অভিনেত্রী রাধিকাকে তাঁর অভিনীত চরিত্র খুব একটা প্রভাবিত করে না।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, আমি খুব সহজেই আমার অভিনীত চরিত্র থেকে বিচ্ছিন্ন হতে পারি। প্রতিটি চরিত্রের মধ্যে কিছু না কিছু লুকিয়ে থাকে, তবে আমি অভিনীত প্রতিটি চরিত্র থেকে কিছু না কিছু আমার নিজের বাড়িতে বয়ে আনি।

আবার কারও সঙ্গে সাক্ষাৎ হলে তাঁর থেকেও আমি কিছু নেওয়ার চেষ্টা করি। আমি নিজেকে বিচ্ছিন্ন করার ব্যাপারে দুর্দান্ত। সেটে কোনো দৃশ্য কাট; বলার মুহূর্ত থেকেই আমি তার থেকে আলাদা হয়ে যেতে পারি। যে চরিত্রে আমি অভিনয় করছি, তা আমি একদমই ভুলে যাই ও বাড়িতে আমি সম্পূর্ণ অন্য এক মানুষ।

আরও পড়ুন: বন্ধু থেকে প্রেমিক এখন তাঁরা দম্পতি

কোনো সামাজিক সমস্যাকে অভিনেত্রী হিসেবে রাধিকা পর্দায় তুলে ধরা নিয়ে প্রশ্নের জবাব বলেন, সে রকম ইচ্ছে নেই আমি সমাজকর্মী নই, আমি একজন অভিনেত্রী, গল্প বলতে আমি ভালোবাসি। অভিনেত্রী রাধিকা আপ্তে একটি ছবি নির্বাচন করার আগে অবশ্যই দেখেন যে পরিচালক কে বা ছবির গল্প, নিজের অভিনীত চরিত্র, সহ-অভিনেতা এই সবকিছুকে গুরুত্ব দেন।

অভিনেত্রী রাধিকা আপ্তে অভিনয় সব সময় প্রশংসিত হয়ে এসেছে। এ প্রসঙ্গে অভিনেত্রী রাধিকা বলেন, চিত্রসমালোচকদের প্রশংসা শুনতে সত্যি ভালো লাগে। কিছু কিছু সময় স্বীকৃতির প্রয়োজনে একটা দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সহ–অভিনেতা ভালো হওয়া প্রয়োজন। ভালো অভিনেতা সব সময় ভালো কাজ করতে সাহায্য করে।

অভিনেত্রী রাধিকা ইদানীং অনেক প্রশংসা শুনলেও প্রত্যাখ্যানের মুখোমুখি বহুবার হতে হয়েছে। এ প্রসঙ্গে রাধিকা বলেছেন, অভিনয় অবশ্যই ফ্রিল্যান্স কাজ, ফ্রিল্যান্স কাজের ক্ষেত্রে প্রত্যাখ্যান প্রতিদিনের জীবনযাপনের অংশ। আর প্রত্যাখ্যানকে গ্রহণ করতে শিখতে হবে। আর প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে নেবেন না কারণ, এটা ব্যক্তিগত জিনিস নয়। তবে প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করলেই ভালো থাকবেন।

2 thoughts on “নিজেকে বিচ্ছিন্ন করার ব্যাপারে দুর্দান্ত রাধিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *