বিনোদন

বন্ধু থেকে প্রেমিক এখন তাঁরা দম্পতি

বন্ধু, প্রেমিক থেকে এখন তাঁরা দম্পতি। ভারতের গুজরাটের এক অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া জানালেন সফল দাম্পত্য জীবনের রহস্য। এই রাজকীয় বিয়ে হয় ঐতিহাসিক শহর উদয়পুরে।

বন্ধু থেকে প্রেমিক এখন তাঁরা দম্পতি

উদয়পুরের লেক প্যালেসে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর গাঁটছড়া বাঁধেন, আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বন্ধু, প্রেমিক থেকে এখন তাঁরা দম্পতি। ভারতের গুজরাটের এক অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া জানালেন সফল দাম্পত্য জীবনের রহস্য।

অনুষ্ঠানে পরিণীতি চোপড়ার কাছে প্রশ্ন করা হয়, রাজনীতিতে তাঁর আগ্রহ আছে কি। উত্তরে অভিনেত্রী বলেন, আমি বলছি সফল বিয়ের গোপন রহস্য, আমি অভিনয়শিল্পী, সে (স্বামী রাঘব চাড্ডা) রাজনীতিবিদ। বলিউড সম্পর্কে সে তো কিছুই জানে না আর আমারও রাজনীতি নিয়ে জানাশোনা নেই। আমাদের বিয়েটা এ কারণেই দারুণ চলছে।

গত সেপ্টেম্বরে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ের অনুষ্ঠান। এই রাজকীয় বিয়ে হয় ঐতিহাসিক শহর উদয়পুরে।

বরযাত্রীদের নৌকাবিহারের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় ঘোড়া বা হাতিতে নয়, নৌকায় চেপে রাঘব এসেছিলেন কনের কাছে। বর ও বরযাত্রীদের পাঞ্জাবি আর রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী স্বাগত জানানো হয়েছিল উদয়পুরের লেক প্যালেসে।

তখন সূর্য অস্তমিত, সূর্যকে সাক্ষী রেখে পাঞ্জাবি রীতি অনুযায়ী চিরবন্ধনে আবদ্ধ হয়েছেন এই বর কনে। অভিনেত্রী পরিণীতি চোপড়া এদিন হয়ে উঠেছিলেন কনেরূপে স্বপ্নের পরি।

আরও পড়ুন: আমি কিছু একটা করতে চলেছি সঞ্জনা সাংঘি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া পোশাকের সঙ্গে মানানসই হিরের অলংকারে আরও ঝলমল করছিলেন। বিয়ের অনুষ্ঠানের পর ‘ধড়কন’ ছবির গান ‘দুলহে কা সেহরা পুরো লীলা প্যালেসের আনাচকানাচ গুঞ্জরিত হয়েছিল, আর  বিদায়বেলায় প্যালেসের অন্দর থেকে ভেসে আসছিল ‘অ্যায় কবিরা’ গানটি।

অনেক তারকার সমাগম হয়েছিল তাঁদের বিয়ের আসরে যাদের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সস্ত্রীক ক্রিকেটার হরভজন সিং, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। বোন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিয়েতে শামিল হতে পারেননি।

2 thoughts on “বন্ধু থেকে প্রেমিক এখন তাঁরা দম্পতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *