জাতীয়

২০২৪ শিক্ষাবর্ষে ৭১ দিন ছুটি পাবে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

২০২৩-২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। এবং ১৬ জুলাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ঈদুল ফিতরসহ অন্য ছুটি থাকবে ১০ মার্চ থেকে ১৮ এপ্রিল, ১৩–২৩ জুন ঈদুল আজহার ছুটি ও দুর্গাপূজার ছুটি ৯–১৭ অক্টোবর।জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস সমূহ, ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে।

২০২৪ শিক্ষাবর্ষে ৭১ দিন ছুটি পাবে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

২০২৪ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি উচ্চমাধ্যমিক কলেজগুলোতে ৭১ দিন ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি ছাড়া উচ্চমাধ্যমিক কলেজগুলোর শিক্ষার্থীরা এ ছুটি পাবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি-বেসরকারি কলেজগুলোয় শুক্র ও শনিবার ছাড়া মোট ৭১ দিন ছুটি থাকবে। যার মধ্যে ঈদুল ফিতরসহ অন্য ছুটি থাকবে ১০ মার্চ থেকে ১৮ এপ্রিল, ১৩–২৩ জুন ঈদুল আজহার ছুটি ও দুর্গাপূজার ছুটি ৯–১৭ অক্টোবর। প্রজ্ঞাপনে বলা হয়েছে, একাদশ শ্রেণির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। এবং ১৬ জুলাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন:অর্থনীতিতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন মোংলা বন্দর

এ ছাড়া দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা [২০২২-২৩ সেশন] শুরু হবে ফেব্রুয়ারিতে ও ফলাফল প্রকাশ করা হবে মার্চে। আবার ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ৯ জুন এবং ২১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। এবং কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না ও সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে ক্লাসও বন্ধ রাখা যাবে না। এমনকি সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির জন্য রাস্তায় শিক্ষার্থীদের দাঁড় করানোও যাবে না।

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস সমূহ, ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। কিন্তু সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান; আয়োজন করতে হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *