স্বাস্থ্য ও পুষ্টি

কানের ময়লা পরিষ্কারের উপায়

নাক, কান ও গলা বিশেষজ্ঞরা বললেন, সাধারণত কানের ময়লা কোনো ক্ষতি করে না,কথা একটাই কান নিজেকে নিজেই পরিষ্কার রাখে। পাইলোসেবাসিয়াস গ্ল্যান্ডের ক্ষরণের পাশাপাশি এর সঙ্গে বাইরের ধুলাময়লা মিশে যায়। যার ফলে কানে জমা হয় ময়লা বা খইল।তাই আজ আমাদের আলোচনার বিষয় হল কানের ময়লা পরিষ্কারের উপায়।নিম্নোক্ত বিস্তারিত প্রবন্ধে লেখা হয়েছে। 

কানের ময়লা পরিষ্কারের উপায়

অনেকেরই প্রশ্ন কানের ময়লা কি পরিষ্কার করব? নাকি এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। অথবা কানের ময়লা পরিষ্কার না করলে কোনো সমস্যা হবে কি? জেনে নিন বিশেষজ্ঞরা কী বলেন…

আমাদের অনেকেই ভাবনা, ময়লা জমে কানের ক্ষতি হতে পারে ও কান চুলকানো বা শিরশির করার ঝামেলা তো আছেই। কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল। নাক, কান ও গলা বিশেষজ্ঞরা বললেন, সাধারণত কানের ময়লা কোনো ক্ষতি করে না, বরং এটি কান সুরক্ষিত রাখে। আমাদের কানের ভেতরে পাইলোসেবাসিয়াস গ্ল্যান্ড থেকে নির্গত সেরুমিনই যাকে আমরা ময়লা’ বলি, সেরুমিনই কানকে ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষিত রাখে।

মানুষের কানের নালিতে সামনের দিকে থাকা এই পাইলোসেবাসিয়াস গ্ল্যান্ডের ক্ষরণের পাশাপাশি এর সঙ্গে বাইরের ধুলাময়লা মিশে যায়। যার ফলে কানে জমা হয় ময়লা বা খইল। আসলে এটা আমাদের শরীরের প্রতিরক্ষারই অংশ। বাইরে চলাফেরার সময়ে কোনো ধরনের পোকামাকড় কানে ঢুকতে গেলেও এই খইল বাধার সৃষ্টি করে। কিন্তু কানে যখন ময়লার পরিমাণ যখন বেশি হয়ে যায়, তখন কান সেটাকে আপনা-আপনি বাইরের দিকে ঠেলে দেয়। কখনো সেই ময়লা বাইরে না-ও আসতে পারে। তখন তা বের করে আনা যায়।আরও পড়ুন: রূপচর্চায় পুদিনা পাতার ব্যবহার 

কানের ময়লা পরিষ্কারের ড্রপ এর নাম

আবার অনেক সময় কানের ময়লা বেশি শক্ত হয়ে যায়, সহজেই কান থেকে বের হয় না। সেই সময় সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে কটনবাটের মতো নরম কিছুর সাহায্যে আলতো করে বের করে নিতে পারেন বা প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।

কিন্তু হুটহাট করে কানের মধ্যে খোঁচানো একেবারেই ঠিক নয়। হয়তো অনেকেই রাস্তার পাশে বসে দিব্যি কান পরিষ্কার করিয়ে নেন। এটা কিন্তু ভীষণ বিপজ্জনক! কখনো যদি কান পরিষ্কার করতেই হয়, নিজে করুন বা বাসার কারও সাহায্য নিন।

শেষ কথা

শেষ কথা একটাই কান নিজেকে নিজেই পরিষ্কার রাখে।আশা করি কানে ময়লা পরিষ্কারের উপায় নিয়ে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করবেন এবং সমাজে সচেতনার জন্য সবাইকে জানিয়ে দিবেন।

 

One thought on “কানের ময়লা পরিষ্কারের উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *