ভ্রমণ

পর্যটক এক্সপ্রেসের চলাচল শুরু

ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার। ট্রেনটি বিরতিহীন শুধু ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। কক্সবাজারে পৌঁছাবে বেলা ৩ টায়। পর্যটক এক্সপ্রেস ট্রেনে ৭৮৫টি আসন রয়েছে, যার মধ্যে ১১৫টি আসন চট্টগ্রাম স্টেশনের জন্য বরাদ্দ।

পর্যটক এক্সপ্রেসের চলাচল শুরু

নতুন আরও এক জোড়া ট্রেন ঢাকা-কক্সবাজার পথে চলাচলের সময়সূচি চূড়ান্ত করেছে রেলওয়ে। এই আন্তনগর ট্রেন আগামী ১০ জানুয়ারি ‘পর্যটক এক্সপ্রেস’ নামের চলাচল শুরু করবে। এই ট্রেনটি বিরতিহীন শুধু ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে।

গত মঙ্গলবার রেলওয়ের পূর্বাঞ্চল থেকে নতুন এই ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’এর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চল থেকে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের আসন ও সময়সূচি চূড়ান্ত করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ‘পর্যটক এক্সপ্রেস’ রাজধানীর কমলাপুর স্টেশন ছাড়বে সকাল সোয়া ছয়টায়। ‘পর্যটক এক্সপ্রেস’ চট্টগ্রামে পৌঁছাবে বেলা ১১টা ২০ মিনিটে। চট্টগ্রাম স্টেশনে ২০ মিনিট যাত্রা বিরতি দেওয়া হবে। এরপর কক্সবাজারে পৌঁছাবে বেলা ৩ টায়। আবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেন ছাড়বে রাত ৮ টায় এবং চট্টগ্রাম স্টেশনে আসবে রাত ১০টা ৫০ মিনিটে ও ঢাকায় পৌঁছাবে ভোর সাড়ে চারটায়।

পর্যটক এক্সপ্রেস ট্রেনে ৭৮৫টি আসন রয়েছে, যার মধ্যে ১১৫টি আসন চট্টগ্রাম স্টেশনের জন্য বরাদ্দ। ভবিষ্যতে চট্টগ্রাম থেকে আসন সংখ্যা বাড়ানোও হতে পারে। পর্যটক এক্সপ্রেস চলাচল প্রতি সপ্তাহে রোববার বন্ধ থাকবে।

আরও পড়ুন: ভিসামুক্ত পর্যটন সেবা চালু করলো তুরস্ক

রেলওয়ে সূত্র জানায়, এই ট্রেনের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। সদ্য দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা কোচ দিয়ে ট্রেনটি পরিচালনা করা হবে। গত ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার পথে ট্রেন চলাচল শুরু হয়। টিকিটের ব্যাপক চাহিদার কারণে টিকিট কালোবাজারি হয় বলেও অভিযোগ উঠেছে।

তবে নতুন ট্রেনের ভাড়া নির্ধারিত হয়েছে আগের ট্রেনের সমান। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার। এই পথে আন্তনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে পাঁচ শত টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারের ভাড়া নয় শত ৬১ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ১৫০ টাকা এবং ঘুমিয়ে যাওয়ার জন্য প্রত্যেক যাত্রীকে ভাড়া দিতে হয় এক হাজার ৭২৫ টাকা।

3 thoughts on “পর্যটক এক্সপ্রেসের চলাচল শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *