পানির ট্যাঙ্ক গোলই হয় কেন?
অধিকাংশ মানুষের বাড়িতে বসানো হয় যে পানির ট্যাঙ্ক বসানো হয় সব গোলই হয়। কিন্তু তা অন্য আকারেরও তো হতে পারত! না হওয়ার পিছনে বিশেষ কারণ?
বাড়ির ছাদে পানির ট্যাঙ্ক দেখে সকলেই অভ্যস্ত। এখন নানা কোম্পানি প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরি করে ঠিকই, কিন্তু তার অধিকাংশই গোলাকার হয়। ফলে কোম্পানি আলাদা হলেও আকার কিন্তু একই হয়। পানির ট্যাঙ্ক গোল হওয়ার কারণ পানির চাপ সবদিকে যাতে একই পড়ে সেটা নিশ্চিত করা। অন্য আকারের ট্যাঙ্ক হলে পানিরচাপ এক জায়গায় বেশি এবং অন্য জায়গায় কম পড়ার সম্ভাবনা থাকে। তাতে ট্যাঙ্ক দ্রুত নষ্ট হয়।
এছাড়াও গোল এমন এক আকার যেটিকে সবচেয়ে শক্তিশালী জ্যামিতিক আকার বলা হয়। গোলাকার সবচেয়ে ভাল রোদ, বৃষ্টি সহ্য করার জন্যও। কারণ ছাদে থাকা ট্যাঙ্ক নানা ধরনের ঋতুতে নানা আবহাওয়া সহ্য করে। তারপরেও যাতে তা ভাল অবস্থায় থাকে সেজন্য গোল আকার দেওয়া হয় প্লাস্টিকের পানির ট্যাঙ্কের।
লোহায় মরিচা পড়ে কেন?
এছাড়া গোল আকার কম গরম বা কম ঠান্ডা হয়। ফলে গরম কালে ভিতরের পানি দ্রুত গরম না হয়ে, আর ঠান্ডার সময় জল দ্রুত ঠান্ডা না হতে পারে। প্রবল ঝড় বা অঝোরে বৃষ্টির ফলে যে চাপ সরাসরি ট্যাঙ্কটির উপর পড়ে তা সহ্য করে নেওয়ার ক্ষমতা একমাত্র গোলাকারেরই আছে।
গোল ট্যাঙ্ক পরিস্কার করতে সুবিধা হয়। অন্য কোন আকারের কোণা হয়। যা সঠিক ভাবে পরিস্কার করা অত সহজ হয়না। যতটা গোল ট্যাঙ্ক সহজে পরিস্কার করা যায়।
ভাল তথ্য
good to all
Rights
ধন্যবাদ আপনাকে
Pingback: এক্সপ্রেসওয়ে দিয়ে স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ - Amader Khabar
😄😄😄
ধন্যবাদ আপনাকে