তুরস্কের দক্ষিণ-পশ্চিম ৫ অভিবাসীর মৃত্যু…
তুরস্কের দক্ষিণ-পশ্চিম এজিয়ান উপকূলে নৌকা ডুবে ৫ অভিবাসীর মৃত্যু। রোববার (১২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানিয়েছে।
তথ্যমতে, শনিবার সকালে একটি নৌকা তলিয়ে যাওয়ার খবর পায় তুরস্কের কোস্টগার্ড। পরে ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে মৃত এবং ১১ জনকে জীবিত উদ্ধার করে তারা। অন্যদিকে একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচ অভিবাসীকে কাছাকাছি একটি দ্বীপ থেকে উদ্ধার করেছে গ্রিস। তুর্কি ও গ্রিক উভয় দেশের উপকূলরক্ষীরা জানিয়েছে তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে ইতালির দক্ষিণ প্রান্তে অভিযান চালিয়ে এক হাজার তিন শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগেই ইতালির একই অঞ্চলে জাহাজ ডুবির ঘটনায় অন্তত ৭৩ জন অভিবাসীর মৃত্যুও হয়েছিল।
উল্লেখ্য যে, ইউরোপে উন্নত জীবনের আশায় বিপজ্জনক ভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বহু মানুষের মৃত্যু হচ্ছে। গত বছর আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগরে ৩০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।