স্বাস্থ্য ও পুষ্টি

মুখের স্বাস্থ্য ভালো রাখুন

দাঁত পরিষ্কার রাখা মুখের স্বাস্থ্য ভালো রাখার পূর্ব শর্ত, সঠিকভাবে দাঁত ব্রাশ করতে হলে নিম্নের বিষয়গুলো প্রতি লক্ষ্য রাখা অতিজরুরি।

# নির্দিষ্ট নিয়ম মেনে ব্রাশ দাঁত ব্রাশ করতে হবে উপরে-নিচে। আড়াআড়ি দাঁত ব্রাশ করা যাবে না।

# অন্তত দুবার দাঁত ব্রাশ করবেন রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তার পরে। মনে রাখবেন ব্রাশ যখন দাঁতের উপরে বসাবেন সেটা যেন ৪৫ ডিগ্রি কোণে থাকে।

# দুই থেকে তিন মিনিট সময় দাঁত ব্রাশ করার জন্য যথেষ্ট। বেশি জোরে এবং দ্রুত দাঁত ব্রাশ করা থেকে বিরত থাকুন, অতিরিক্ত দীর্ঘ সময় নিয়ে ব্রাশ করার যাবে না।

# খাবার আটকে থাকলে অবশ্যই ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যবহার করা জরুরি। বছরে অন্তত একবার আপনার দাঁতের ডাক্তারের কাছে যান,

# তিন থেকে চার মাস অন্তর টুথব্রাশ বদলে ফেলা উচিত, নরম টুথব্রাশ ব্যবহার করতে হবে, দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার করলে তা মুখের ভেতর জীবাণুর সংক্রমণ ঘটায় এবং রোগ সৃষ্টি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *