বার্সেলোনা লা লিগায় চ্যাম্পিয়ন
বার্সেলোনা লা লিগায় চ্যাম্পিয়ন
তিন বছর পর রবার্ট লেভানদোস্কির জোড়া গোলে এস্পানিওলকে উড়িয়ে লিগ শিরোপা জিতল জাভি হার্নান্দেজের দল।
প্রতিপক্ষের মাঠে গিয়ে রোববার রাতে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। দলের হয়ে বাকি ২ গোল করেন আলেহান্দ্রো বালদে ও জুল কুন্দে।
৩৪ ম্যাচে জয় ২৭ আর ৪ ড্রতে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল। ক্লাবের চরম দুঃসময়ে জাভি ২০২১ সালে কোচের দায়িত্ব। খেলোয়াড় হিসেবে বার্সাকে অনেক সাফল্য এনে দেওয়ার নায়ক এবার কোচ হিসেবেও হলেন সফল। এটি নিয়ে লা লিগায় বার্সেলোনার ২৭ তম ট্রফি। ১৯৯৯ সালের পর এই প্রথম মেসিকে ছাড়া শিরোপা জিতল বার্সেলোনা। আগের ২৬ শিরোপার মধ্যে সবশেষ ১০ টিতেই ছিলেন ক্লাবের কিংবদন্তি লিওনেল মেসি।
মেসি ও দল আর্জেন্টিনা লরিয়াসের বর্ষসেরা
শিরোপা নিশ্চিতের মঞ্চে লেভানদোভস্কি ১১ মিনিটেই দলকে এগিয়ে দেন। বালদের পাস থেকে দারুণ টাচে গোল পেয়ে যান তিনি। ৯ মিনিট পর বা পায়ের ভলিতে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন বালদে। ৪০ মিনিটের সময় প্রতি আক্রমণ থেকে বক্সে বল বাড়ান রাফিনিয়া। গোলরক্ষক জাজ করতে ভুল করলে ফাঁকায় বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন লেভানদোভস্কি। ৫৩ মিনিটে চার গোলে এগিয়ে গিয়ে খেলার উত্তাপ হাওয়া করে দেয় কাতালান ক্লাব। ৭৩ ও যোগ করা সময়ে দুই গোল শোধ দেয় এস্পানিওল। তবে তাতে বার্সেলোনার উৎসবে কোন প্রভাব পড়েনি।