কাজ পেয়েছি নিজের যোগ্যতায়
কাজ পেয়েছি নিজের যোগ্যতায়
হিন্দি, মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দাদি উষা কিরণ, খালা তানভি আজমি, শাবানা আজমিও অভিনেত্রী। তবে এসব পরিচয় কাজে লাগেনি। চলচ্চিত্র দুনিয়ার একজন হয়ে উঠতে সায়ামি খেরকে সংগ্রাম করতে হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সম্প্রতি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন ৩০ বছর বয়সী অভিনেত্রী।
সায়ামি খের বলেন, বরং আমার বিপক্ষেই গেছে চলচ্চিত্র পরিবারের মানুষ হওয়াটা । কারণ, অভিনয়ে আসার এই সিদ্ধান্ত আমার নিজেই, নিজে নিজেই অডিশন দিতাম। তবে খালার (শাবানা আজমি) কাছে হিন্দি উচ্চারণসহ নানা বিষয়ে পরামর্শ চাইতাম। কাজ পেয়েছি নিজের যোগ্যতায়, স্বজনপ্রীতির বিতর্ক নিয়ে প্রশ্ন করতেই এভাবে সটান জবাব দেন সায়ামি।
তাঁর হিন্দি অভিষেক হয় রাকেশ ওমপ্রকাশ মেহরার মির্জা দিয়ে, আর অনুরাগ কাশ্যপের চোকড দিয়ে পান পরিচিতি। ১৯ মে মুক্তি পাওয়া সায়ামির নতুন ছবি ৮ এ.এম. মেট্রোতে অভিনয়ের সুযোগও হয়েছে অনুরাগের হাত ধরেই।
এ প্রসঙ্গে সায়ামি বলেন, অনুরাগই আমাকে রাজের (ছবির পরিচালক রাজ আর) সঙ্গে পরিচয় করিয়ে দেন। রাজ আগে অনুরাগের সঙ্গে কাজ করতেন, এরপর রাজি হয়ে যাই। আমার এ পর্যন্ত ক্যারিয়ারে বড় অবদান আছে অনুরাগের।
এতটা ভালোবাসা পাবেন ভাবতেও পারেননি
নিজের খারাপ সময় নিয়েও সায়ামি কথা বলেন সাক্ষাৎকারে। সায়ামি জানান, প্রথম ছবি মির্জার বাণিজ্যিক ব্যর্থতা কীভাবে সামলেছেন তিনি অনেক প্রত্যাশা ছিল, রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি, ১৮ বছর পর গুলজার-শঙ্কর এহসান লয় জুটির গান, হর্ষবর্ধন কাপুরের (অনিল কাপুরের ছেলে) অভিষেক কিন্তু ছবি বক্স অফিসে কেমন করবে, সেটি তো আপনার হাতে নেই।
ছবিটির পর সময়টা ভালো যায়নি, এই ব্যর্থতার পরও অনুরাগ আমাকে সুযোগ দেন, এই জন্যই তাঁকে এতটা শ্রদ্ধা করি। তিনি আমাকে বলেছিলেন, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে। ৮ এ.এম. মেট্রোতে সায়ামির সঙ্গে আছেন গুলশান দেবাইয়া। এই জুটিকে আগে অ্যানথোলজি সিরিজ আনপজড-এ দেখা গিয়েছিল।
অন্যতম প্রিয় অভিনেতার সঙ্গে আবারও কাজের সুযোগ পেয়ে খুশি অভিনেত্রী। ড্রামা ঘরানার ছবিটিতে সাধারণ এক গৃহবধূ সায়ামি। এ ধরনের চরিত্র সেভাবে করেননি বলে ছবিটি করতে রাজি হন চরিত্র নিয়ে প্রচণ্ড খুঁতখুঁতে সায়ামি। সামনে তাঁকে আর বাল্কির ঘুমর ছবিতে প্যারা–অ্যাথলেটের চরিত্রে দেখা যাবে। ছবিটি হতে যাচ্ছে তাঁর জন্য বিশেষ কিছু কারণ, ছোটবেলায় খেলোয়াড়ই হতে চেয়েছিলেন সায়ামি। মহারাষ্ট্রের হয়ে পেশাদার ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলেছেন।
Pingback: আলিয়ার ঘরে সব অ্যাওয়ার্ড - Amader Khabar
Pingback: তামিল সিনেমায় মনোযোগ নায়িকার - Amader Khabar
ঠান্ডা হয়ে যায়////
100% Right.