ভ্রমণ

সাজেকে রুম ভাড়া ৫০ ভাগ ছাড়ের ঘোষণা

সাজেকে রুম ভাড়া ৫০ ভাগ ছাড়ের ঘোষণা

রাঙামাটির সাজেক ভ্যালিতে বৈরি আবহাওয়ার কারণে আটকা পড়েছে তিন শতাধিক পর্যটক। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি আটকে পড়া পর্যটকদের ৫০ ভাগ রুম ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দেন ।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার সাজেকে পর্যটক আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কয়েক দিনের টানা ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ও পাহাড়ধসে রাস্তাঘাটে চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল জানমালের নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে সাজেকে তিনশ’র বেশি পর্যটক আটকা পড়ে আছে এবং সবাই নিরাপদেই আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাজেকে ২০টি মোটরসাইকেল, ২০টি জীপ, চারটি মাহেন্দ্র বেশ কয়েকটি প্রাইভেট কার করে আসা পর্যটক রয়েছে সাজেকে।

সাজেকের স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়ক ও সড়কের একটি কার্লভাট চলমান অতি ভারী বর্ষণের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবে গেছে। যেহেতু খাগড়াছড়ি থেকে দীঘিনালা যান চলাচল সাময়িক বন্ধ আছে। দীঘিনালা হয়ে সাজেকে যাতায়াত করতে হয়, তাই সাজেকে যাতায়াতের পথও সাময়িকভাবে বন্ধ আছে।

ইতালি ভিসা আবেদন ফেব্রুয়ারি

পর্যটকরা বলেন, আমরা গত সোমবার সাজেকে এসেছি। গতকাল রাত থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বিদ্যুৎ নেই, মোবাইলে নেটওয়ার্কের বিড়ম্বনায় পড়তে হচ্ছে ও সারাদিন রুমের সময় কাটছে। ঢাকা থেকে বেড়াতে আসা রেবেকা ইসলাম বলেন, গতকাল এসেছি এখানে আজ চলে যাওয়ার কথা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাতে পারছিনা। তবে রিসোর্ট কর্তৃপক্ষ ভাড়া ৫০ ভাগ কমিয়ে দিয়েছে বিষয়টি ভালো লেগেছে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ-সভাপতি জয় মারমা বলেন, যেহেতু তারা আটকা পড়েছে তাই সমিতির পক্ষ থেকে সকলের রুম ভাড়া ৫০ ভাগ কমিয়ে দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সাজেক থেকে কোন গাড়ি ছেড়ে যায়নি এবং বাঘাইহাট থেকেও সাজেকে কোন গাড়ি প্রবেশ করেনি যাতায়াতের পথও সাময়িকভাবে বন্ধ আছে। তাই পর্যটকরা সাজেকে অবস্থান করছে।

One thought on “সাজেকে রুম ভাড়া ৫০ ভাগ ছাড়ের ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *