স্বাস্থ্য ও পুষ্টি

হাত কোমল হ্যান্ড ক্রিম

মুখের যত্নে যত অর্থ ব্যয় করেন তার একভাগও কিন্তু হাতের জন্য করেননা সৌন্দর্য সচেতন কেউ। অথচ আমরা যতবার হাত ধুই ততবার আমাদের হাত আর্দ্রতা হারায়। দৈনন্দিন কাজ ছাড়াও স্যানিটাইজার বেশি ব্যবহার করলেও সেখান থেকে হাতের চামড়া শুকিয়ে যায়। এদিকে এখন শুরু হয়েছে রমজান। রান্নাবান্নার কাজ বেড়ে গিয়েছে আগের তুলনায় দ্বিগুণ।

বিউটি কনসালটেন্স মতে মুখের যত্নের জন্য ভালো ক্রিম ব্যাবহারের পাশাপাশি অবশ্যই হাতের জন্যও ভালো মানের হ্যান্ড ক্রিম ব্যাবহার করা উচিত। তাদের মতে হাতের তালু যদি হাইড্রেটেড রাখতে হয় তাহলে ভিটামিন সি রয়েছে এমন হ্যান্ডক্রিম বেছে নেওয়া ভাল। হ্যান্ড ক্রিম ব্যাবহার ব্যবহার সম্পর্কে আরও যা বলেছেন চলুন জেনে নেই:
# হ্যান্ড ক্রিম ব্যবহার করলে হাতের চামড়া থাকবে টানটান। বয়সের আগেই চামড়া কুঁচকে যাওয়ার প্রবণতা কমে ঝাবে।

# যে কোনও রকম সংক্রমণের হাত থেকেও রক্ষা করে হ্যান্ড ক্রিম। নিয়মিত ভাবে ব্যবহার করলে চামড়া শুকিয়ে যাওয়া, নখের কোনায় সংক্রমণ এসব হয় না।

# অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এরকম হ্যান্ডক্রিম ব্যবহার করতে হবে। বার বার হাত ধোওয়া, স্যানিটাইজার ব্যবহারের ফলে হাতের সংবেদনশীলতা নষ্ট হওয়া থেকে রক্ষা কবরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *