মেসিকে মানতে হবে তিন শর্ত
পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হবে আগামী ৩০ জুন। তাই আগে থেকেই আর্জেন্টিনার অধিনায়কের ভবিষ্যত নিয়ে শুরু হয়ে আলোচনা। এই তালিকায় সবার ওপরের দিকে আছে বার্সেলোনা। বেশ কয়েকটি ক্লাবের নাম আলোচনায় উঠে আসছে।
পুরনো ঠিকানায় ফেরা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু বলেননি মেসি। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, সাবেক অধিনায়ককে ফেরাতে তেমন কোনো তাড়া নেই কাতালান পাড়ার ক্লাবটির। তাকে বার্সায় ফিরতে চাইলে শর্ত তিনটি মানতে হবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে, এমনটাই দাবি দেপোর্তিভোর।
শর্ত তিনটি হলো:
# বার্সায় ফিরতে চাইলে মেসির পক্ষ থেকেই আগ বাড়িয়ে জানাতে হবে। সেটা হতে পারে নিজে কিংবা বাবা ও এজেন্ট জর্জ মেসির মাধ্যমে। যোগাযোগ করতে হবে কাতালান বোর্ডের সঙ্গে। কিংবা প্রধান কোচ জাভি হার্নান্দেজকে ফেরার প্রসঙ্গে বললেও চলবে। যদিও চুক্তির বিষয়টা ভেবে দেখবেন সভাপতি হুয়ান লাপোর্তা।
# নিয়ন্ত্রণ: যদিও বাস্তবতা হলো, বার্সায় যোগ দিলে অন্যের নেতৃত্বে খেলতে হবে সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে। লম্বা সময় বার্সেলোনার নেতৃত্বে ছিলেন মেসি। তাই অনুমিতভাবেই প্রত্যাবর্তনে তার অধিনায়কত্বের বিষয়টি উঠে আসছে।
# বেতন: বিশ্বকাপ জয়ী অধিনায়ককে বেতনসীমা সংক্রান্ত নীতির বাইরে বেশি অর্থ দিতে পারবে না বার্সা। পিএসজিতে আকাশচুম্বী অর্থ পান মেসি। বার্সাতে ফিরলে সে আশা করতে পারবেন না তিনি। বলা বাহুল্য, ফরাসি লিগ ওয়ানের শীর্ষ ক্লাবটিতে বর্তমানে সপ্তাহে ৮ কোটি ২৯ লাখ টাকা পারিশ্রমিক পান তারকা ফরওয়ার্ড।